ঘুরে দাঁড়াতে চায় ম্যার্কেলের শিবির
৩১ আগস্ট ২০২১জার্মানির সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সামাজিক গণতন্ত্রী দলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ শুধু রবিবারের টেলিভিশন বিতর্ক নয়, একাধিক জনমত সমীক্ষায় ধাপে ধাপে এগিয়ে চলেছে এসপিডি৷ চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেলের প্রস্থানের পর ধাকাবাহিকতা বজায় রাখতে বিদায়ী সরকারের ছোট শরিক দলের নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করছেন বেশিরভাগ সম্ভাব্য ভোটার৷
সোমবার প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, এসপিডি দল ও দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস আরো দুই শতাংশ এগিয়ে ২৫ শতাংশ সমর্থন আদায় করছে৷ অন্যদিকের ম্যার্কেলের রক্ষণশীল শিবির ও শিবিরের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট তিন শতাংশ হারিয়ে রেকর্ড ২০ শতাংশে নেমে গেছে৷ সোমবারের সমীক্ষা অনুযায়ী, আগামী জোট সরকার গড়ার ক্ষেত্রে লাশেটের তুলনায় শলৎসের হাতে অনেক বেশি সুযোগ থাকবে৷
রক্ষণশীল শিবিরের প্রার্থী লাশেটের এমন করুণ ভাবমূর্তি সত্ত্বেও নেতারা তার প্রতি জোরালো সমর্থন প্রকাশ করছেন৷ বিদায়ী সরকারের স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, ভোটারদের মন জয় করতে আগামী চার সপ্তাহে আরো সংগ্রাম চালাতে হবে৷ বিপর্যয় এড়াতে লাশেটের বদলে বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডারকে চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে আসরের নামানোর প্রস্তাব তিনি উড়িয়ে দেন৷ স্পান বলেন, ম্যাচের মাঝে কোচ বদল করা হয় না৷
প্রথম টেলিভিশন বিতর্কে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করে ম্যার্কেলের শিবিরের প্রার্থী লাশেট মানুষের মন জয় করতে না পারলেও শিবিরের মধ্যে কিছুটা সমীহ আদায় করেছেন৷ এমনকি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত স্যোডার বলেন, এর ফলে নির্বাচনের আগে রক্ষণশীল শিবির নতুন গতি পাবে এবং প্রচার অভিযানে সক্রিয় দলের নেতা-কর্মীরা উদ্বুদ্ধ হবেন৷ লাশেট নিজেও হাল ছাড়তে প্রস্তুত নন৷ জনমত সমীক্ষায় খারাপ ফলাফল উপেক্ষা করে তিনি বরং অবশিষ্ট সময়ে মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করতে চান বলে জানিয়েছেন৷ লাশেট বলেন, কোন প্রার্থী চ্যান্সেলর হবার যোগ্য ভোটারদেরই সেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক৷
চ্যান্সেলর পদপ্রার্থীর জনপ্রিয়তার অভাব সত্ত্বেও সেই দুর্বলতা ঢাকতে রক্ষণশীল শিবির মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছে৷ আবার ক্ষমতায় ফিরলে কর অপরিবর্তিত রাখা, দেশের আধুনিকীকরণে জোরালো গতি, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নিশ্চয়তা এবং শিল্পজগতের ক্ষতি ছাড়াই পরিবেশ সংরক্ষণের উদ্যোগের মতো প্রতিশ্রুতি নিয়ে আরও প্রচার চালাতে চায় সিডিইউ ও সিএসইউ দল৷ সেইসঙ্গে বিকল্প জোটের দুর্বলতা সম্পর্কেও ভোটারদের সতর্ক করে দিতে চায় রক্ষণশীল শিবির৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)