1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুল কেটে তাজমহল আঁকেন যে হেয়ারড্রেসার

৪ এপ্রিল ২০১৭

ক্যালিফোর্নিয়ার হেয়ারড্রেসার রব দ্য অরিজিনাল-কে ক্ষৌরকার বলার সাহস খুব কম লোকেরই হবে৷ বরং তাঁকে ওয়েব আর্টিস্ট বলাই ভালো৷ মাথার চুল কেটে শিল্পকর্ম বানানোর ক্ষমতা রাখেন এই অনন্য শিল্পী৷

https://p.dw.com/p/2aeBu
Symbolbild Kamm
ছবি: Fotolia/bertys30

রবের আদিবাস ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে৷ তবে হালের সাকিন টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে আজকাল থাকেন তিনি৷ পেশা: চুল কাটা; নেশা: ছবি আঁকা৷ দু'টোকে মেলালে যা হয়, তাই হলো এখন রবের কাজ: তাঁর শিল্পই তাঁর কর্ম, বা তাঁর কর্মই তাঁর শিল্প৷

ভিডিওটা দেখলেই রবের কর্মপদ্ধতি বোঝা যায়৷ বিশেষ করে মাথার পিছন দিকের চুল অতি ছোট করে ছেঁটে ফেললেই সেটা হয়ে যায় ছবি আঁকার পটভূমি বা ‘ক্যানভাস'৷ এর পরে ইলেকট্রিক ক্লিপার দিয়ে আরো ছোট করে চুল ছেঁটে ছবিটাকে যেন সাদা-কালোয় ফুটিয়ে তোলেন এই শিল্পী – কেননা চুল অত ছোট করে ছাঁটলে মাথার চামড়া ( বা তার আভাস) বেরিয়ে পড়ে৷ চুল মানে কালো, চামড়া মানে সাদা: শিল্পী যেন সাদা কাগজের ওপর সাদা পেন্সিল – বা কালো কাগজের ওপর সাদা পেন্সিল দিয়ে ছবি আঁকছেন৷ মাঝেমাঝে অবশ্য নানা ধরের রঙেরও ব্যবহার করেন তিনি৷

সহজ ‘ফেড' থেকে জটিল ডিজাইন, এমনকি মানুষের মুখচ্ছবি অবধি, তাঁর ক্লিপার ব্যবহার করে সব কিছু আঁকতে পারেন এই ‘হেয়ার আর্টিস্ট'৷ রব বলেন, তিনি সর্বত্রই ‘আর্ট' দেখেন, কাঠের ওপর কোনো তরল পদার্থ পড়ে যে দাগ হয়, অথবা গাড়ির ওপর যে ধুলো জমে, এ সবই তাঁর কাছে শিল্পকলা৷

রবের নিজের শিল্প ওয়েবে সাড়া তুলেছে তো বটেই, বরং সেই সঙ্গে রবকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে৷ কুইন লতিফার শো থেকে শুরু করে, বহুবার টেলিভিশনে দেখা গেছে রব-কে এবং আগামীতেও যাবে৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, হেয়ারড্রেসার রব আর গ্রাহকদের চুল কাটার সময় পান না৷ তা সত্ত্বেও ২০১৬ সালে তিনি চীনের প্রাকার ও দা ভিঞ্চির লাস্ট সাপারের অনুকরণে দু'টি ‘কেশ ছবি' এঁকেছেন৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য