1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনি আগুন দিয়ে চুল সোজা করেন

১৭ ফেব্রুয়ারি ২০১৭

খদ্দেরের চুলে আগুনের হালকা পরশ বুলিয়ে দিচ্ছেন নাপিত৷ তাতে নাকি চুল সোজা হয়৷ অভিনব এই উপায়ে চুল সোজা করার চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবে৷

https://p.dw.com/p/2XkJ6
Barbiere in der palästinensischen Stadt Rafah
ছবি: Reuters/I. A. Mustafa

ফিলিস্তিনের খবর মানেই ইসরায়েলের হামলা অথবা হামাসের রকেট নিক্ষেপের সংবাদ৷ অথবা দুই-রাষ্ট্র সমাধান থেকে মার্কিনিদের ক্রমশ সরে যাওয়ার খবর৷ সেই দেশ সম্পর্কে ইতিবাচক খবর খুব একটা দেখা যায় না৷

অবশ্য রামাদান এডওয়ানের কথা আলাদা৷ গাজা উপত্যকার এক শরণার্থী ক্যাম্পে চুল কাটার একটি দোকান আছে তাঁর৷ সোশ্যাল মিডিয়ায় তিনি সাড়া জাগিয়েছেন আগুন দিয়ে চুল সোজা করার এক কৌশল দেখিয়ে৷ তাঁর দোকানে চুল কাটতে আসা খদ্দেররা চুল সোজা করাতে চাইলে তিনি তাদের চুলে প্রজ্বলনীয় পাউডার এবং তরল লাগিয়ে তাতে আগুন ধরিয়ে দেন৷ এরপর হাত দিয়ে দ্রুত চুলগুলো নিজের মতো করে সাজিয়ে নেন৷

এডওয়ানের এই কৌশল অনেকের নজর কেড়েছে৷ ফলে অনেকেই তাঁর দোকানে ভিড় করছেন হয় অভিজ্ঞতা নিতে অথবা দেখতে৷ তিনি মনে করেন, তাঁর এই কৌশল চুলের জন্য উপকারী৷ এটা নাকি রক্ত সঞ্চালনের জন্য ভালো৷ আর চুলের গোড়াও নাকি মজবুত করে৷

আপনি এভাবে আগুন দিয়ে চুল সোজা করাতে রাজি হবেন? লিখুন মন্তব্যে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য