1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি নির্মূলে আরো সময় লাগবে

১৭ আগস্ট ২০১৮

জঙ্গি পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ সম্ভব আর সেটা করতে আরো সময় লাগবে৷ আশার কথা, মানুষ সচেতন হচ্ছে এবং জঙ্গিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও বন্ধ হয়েছে৷ ডয়চে ভেলেকে এমনটিই বললেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/33KFc
ছবি: DW/ISPR

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘‘জঙ্গি তো ভেতর থেকে তৈরি হয় না, চাপিয়ে দেয়া হয়৷ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শুরু থেকেই জঙ্গিদের বিরুদ্ধে মানুষের একটা অবস্থান আছে৷ বিশ্বে যেখানেই জঙ্গিরা ঢুকেছে, সেই দেশকে শেষ করে দিয়েছে৷ কিন্তু বাংলাদেশকে তারা শেষ করে দিতে পারেনি৷ কারণ, এখানকার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে৷ হ্যাঁ, এটা হয়ত পুরোপুরি নির্মূল হয়নি, তবে এখানে জঙ্গিরা টিকতে পারবে না, এটাও সত্য৷''

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ

১৩ বছর আগে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় ৫০০ স্থানে বোমা ফাটিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছিল জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)৷ নিষিদ্ধঘোষিত সেই পুরোনো জেএমবি এখন নতুন করে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে৷ একই সঙ্গে দেশীয় এই জঙ্গি সংগঠন এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে পরিণত হওয়ার চেষ্টা করছে৷

এছাড়া ভারতে সক্রিয় জেএমবি নেতাদের সঙ্গে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস-এর যোগাযোগ গড়ে উঠেছে বলেও ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে৷ জঙ্গি দমনে যুক্ত আইন- শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, দেশের আরেক জঙ্গি সংগঠন এবং আল-কায়েদার মতাদর্শ অনুসরণকারী আনসার আল ইসলামের সঙ্গেও জেএমবির একটা বোঝাপড়া হয়েছে৷ ফলে খুব সহসাই যে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল হয়ে যাচ্ছে এমন ভাবা কঠিন৷

পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুটা যত দ্রুত হয়, এর শেষটা তত তড়াতাড়ি হয় না৷ আমাদের পাশের দেশ শ্রীলংকায় তামিল টাইগারদের শেষ করতে বহু বছর চেষ্টা করতে হয়েছে৷ এখন হয়ত তারা সাফল্য পেয়েছে৷ আমাদের এখানেও হয়ত সাফল্য আসবে, তবে সময় লাগবে৷ বিশেষ করে তাদের আর্থিক জায়গা দুর্বল করতে পারলে তাড়াতাড়ি কাজ হয়৷ এখানে এমনভাবে মোটিভেট করা হয় যাতে একটি মানুষ তার নিজের জীবন দিয়ে দিচ্ছে৷ ফলে যারা ধরা পড়ে পরে ছাড়া পাচ্ছে, তাদের ডি-মোটিভেটের কাজটাও করতে হবে৷ এই কাজে সরকারের এক ধরনের চেষ্টা আছে৷''

নূর মোহাম্মদ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশে ১৫৯টি মামলা হয়েছিল৷ এর মধ্যে ১০ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়৷ বাকি ১৪৯টি মামলায় ১ হাজার ১০৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়৷ এসব মামলার মধ্যে ৯৮টির নিষ্পত্তি হয়েছে৷ ৫১টি মামলা এখনো বিচারাধীন রয়েছে৷ বিভিন্ন মামলার রায়ে ৩০৭ জনের সাজা হয়েছে৷ মৃত্যুদণ্ড হয়েছে ২৭ জনের৷

২০০০ সালে দিনাজপুরের ফুলবাড়িতে বোমা হামলার মধ্যদিয়ে জেএমবি কার্যক্রম শুরু করে৷ বর্তমানে জেএমবি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম বিস্তার করার চেষ্টা করছে৷ ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গে এদের শক্তিশালী নেটওয়ার্কের তথ্য মিলেছে৷ গত ৭ আগস্ট ভারতের বেঙ্গালুরু থেকে জেএমবির দুর্ধর্ষ পলাতক জঙ্গি ‘বোমা মিজান'কে গ্রেফতার করা হয়৷ পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই মুহূর্তে জঙ্গিদের বিচ্ছিন্নভাবে হামলা চালানোর মতো ক্ষমতা থাকলেও তা আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে৷

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত আছে৷ এটা একটা চলমান প্রক্রিয়া৷ তবে এই মুহূর্তে জঙ্গিদের বড় কোনো হামলা চালানোর অবস্থা নেই৷ র‌্যাব নিয়মিত জঙ্গি কার্যক্রম মনিটরিং করছে৷''

কমান্ডার মুফতি মাহমুদ খান

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খানও ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে৷ র‌্যাবের অভিযানেই জেএমবির প্রধান আমির শায়খ আবদুর রহমান, সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষ জঙ্গি নেতারা গ্রেফতার হয়েছে৷'' তিনি বলেন, ‘‘জঙ্গিদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে৷ বর্তমানে উত্তরাঞ্চলে জঙ্গিদের কিছুটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ এছাড়া অনেক সময় জেলা পর্যায়ে নানা কৌশলে কর্মী বা সদস্য সংগ্রহের কাজ করছে৷''

দেশে পুলিশ ও র‌্যাবের তৎপরতার মুখে বেশ কয়েক বছর আগেই পুরোনো জেএমবির অনেকে ভারতে আশ্রয় নেয় এবং সেখানে সংগঠিত হতে থাকে৷ ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণের পর ভারতে জেএমবির বিস্তারের বিষয়টি ব্যাপকভাবে ওই দেশে আলোচনায় আসে৷ চলতি বছরের জানুয়ারিতে আবার ভারতে জেএমবি আলোচনায় আসে৷ কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স ভারতের গণমাধ্যমকে বলেছে, বুদ্ধগয়ায় তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে হত্যার পরিকল্পনা করেছিল জেএমবি৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেএমবির পাঁচ সদস্য গ্রেফতার হয়৷

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে বাইরের একটা সখ্য আছে৷ শুরু থেকেই জেএমবির সঙ্গে আল-কায়েদার মতাদর্শিক বা নীতিগত মিল ছিল৷ কিন্তু বাংলাদেশের মানুষ জঙ্গিদের পুরোপুরি প্রত্যাখ্যান করায় এখানে সেইভাবে তারা গেড়ে বসতে পারেনি৷ এক সময় রাষ্ট্রের সহযোগিতা তারা পেলেও এখন কিন্তু কোনো রাজনৈতিক দল তাদের সমর্থন করে এমন তথ্য নেই৷ ফলে আবারও যে জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠবে সেটার সুযোগ মনে হয় নেই৷''

তবে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘‘উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেএমবি সক্রিয় হয়ে উঠেছে৷ তারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করছে৷ চলতি বছর এ পর্যন্ত অর্ধশতাধিক জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে৷ এছাড়া জেএমবি সদস্য সংগ্রহের পাশাপাশি তহবিল গঠনের দিকেও মনোযোগ দিয়েছে৷ এক্ষেত্রে তারা ডাকাতিকে অন্যতম উপায় হিসেবে বেছে নিয়েছে৷''

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান