1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন তারকা অ্যারেন্ডস?

১৮ অক্টোবর ২০১৩

পরনে ফুলহাতা কালো টি-শার্ট, জিনস আর কেডস৷ বলুন তো কার কথা বলছি? আপনি যদি অ্যাপলের ভক্ত হয়ে থাকেন তাহলে নিশ্চয় বুঝে গেছেন ব্যক্তিটি আর কেউ নন – স্টিভ জবস৷ তিনি মারা যাওয়ার পর থেকে অ্যাপল তারকা সংকটে ভুগছে৷

https://p.dw.com/p/1A1dR
Burberry CEO Angela Ahrendts is seen arriving for the Burberry 2010 Autumn/Winter collection during London Fashion Week, in this February 23, 2010 file photograph. Burberry Group said on October 15, 2013 its chief creative officer Christopher Bailey would become its chief executive, following the departure of its long-standing chief Angela Ahrendts to Apple. REUTERS/Luke MacGregor/Files (BRITAIN - Tags: ENTERTAINMENT BUSINESS FASHION SOCIETY) - RTR2AROR
ছবি: Reuters

এ থেকে মুক্তি পেতেই হয়ত সম্প্রতি এঞ্জেলা অ্যারেন্ডসকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে অ্যাপল৷ বর্তমানে লন্ডনের ফ্যাশন হাউস ‘বারবেরি'-র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা অ্যারেন্ডস আগামী বছরের বসন্ত থেকে অ্যাপলের ‘রিটেল' বিভাগের দায়িত্ব নেবেন৷

এতটুকু পড়ার পর মনে হতে পারে, কে এই অ্যারেন্ডস, আর কেনইবা তাঁকে জবসের কিছুটা সমতুল্য মনে করা হচ্ছে? তাঁদের জন্য হয়ত একটা তথ্য মনে ধরার মতো হতে পারে৷ সেটা হচ্ছে, লন্ডন স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত থাকা কোম্পানিগুলোতে কাজ করেন এমন প্রধান নির্বাহীর মধ্যে গত বছর অ্যারেন্ডসই সবচেয়ে বেশি বেতন-বোনাস পেয়েছেন৷ কারণ ২০০৬ সালে বারবেরির দায়িত্ব নেয়ার পর কোম্পানির আয় বেড়েছে দ্বিগুন৷ আর শেয়ার মূল্য বেড়েছে তিনগুন!

এদিকে রিটেল খাত বিষয়ক বিশ্লেষক রবিন লুইস অ্যারেন্ডস সম্পর্কে বলেছেন, ‘‘তিনি একজন স্টার৷ তাঁর দর্শন অনেকটা স্টিভ জবসের মতোই৷''

অ্যারেন্ডস নিজেও সবসময় অ্যাপলের ভক্ত ছিলেন৷ ২০১০ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি যদি কোনো কোম্পানিকে আমার মডেল হিসেবে দেখি, সেটা অ্যাপল৷'' তিনি বলেন, অ্যাপল হচ্ছে একটি ‘দারুণ ডিজাইন কোম্পানি যারা লাইফস্টাইল তৈরিতে কাজ করছে'৷

সুতরাং ফ্যাশন জগতে অ্যারেন্ডসের অভিজ্ঞতা এবং অ্যাপলের প্রতি তাঁর মোহ – এই দুইয়ের সংমিশ্রণে অ্যাপল যদি ভবিষ্যতে জবসের মতো একজনকে তারকা হিসেবে পেয়ে যায় তাহলে কি আপনি অবাক হবেন?

জেডএইচ/ডিজি (এএফপি)