নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বিস্ফোরণ
১৯ সেপ্টেম্বর ২০১৬স্থানীয় মেয়র ক্রিস্টিয়ান বোলওয়াগে বলেছেন, একটি ব্যাগে একই ধরনের পাঁচটি ডিভাইস ছিল, যাদের মধ্যে একটি নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়৷ রবিবার রাত সাড়ে আটটার দিকে এলিজাবেথ ট্রেন স্টেশনের কাছে একটি ট্র্যাশ ক্যানে ব্যাগটি দেখতে পান দু'জন ব্যক্তি৷ তারা পুলিশকে ব্যাপারটি জানায়৷
এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে মেয়র জানিয়েছেন, এখনও চারটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে৷ তাই আরও বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে৷
সোমবার সকাল পর্যন্ত নিউ জার্সি থেকে নিউয়ার্ক, লিবার্টি বিমানবন্দর থেকে এলিজাবেথ পর্যন্ত এবং নিউ জার্সিভিত্তিক অ্যামট্যাক ট্রেন বন্ধ থাকবে৷
এই ঘোষণার পর অ্যামট্র্যাক ও নিউ জার্সিতে বহু যাত্রী আটকা পড়েছেন৷ তবে অন্য স্টেশন দিয়ে বিকল্প পথে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়ার চেষ্টা চলছে৷ অ্যামট্র্যাক জানিয়েছে, ২৪০০ যাত্রী আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে৷ তবে ঠিক কখন এলিজাবেথ স্টেশনটি খুলে দেয়া হবে তা জানায়নি কর্তৃপক্ষ৷ এই ঘটনার পর নিউ ইয়র্কেও সতর্কতা জারি করা হয়েছে৷
নিউ ইয়র্কে ম্যানহাটনের চেলসি এলাকায় মাত্র একদিন আগে বিস্ফোরণে ২৯ জন আহত হওয়ার পরই এই ডিভাইস সবাইকে আতঙ্কিত করে তুলেছে৷ ম্যানহাটনের ঘটনাস্থল থেকে মাত্র চার ব্লক দূরে পাওয়া গেছে প্রেসার কুকারের যন্ত্রপাতি৷
২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা৷ বিশেষভাবে তৈরি দু'টি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল৷ এছাড়া নিউ জার্সিতে শনিবারই একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়৷ তবে কর্তৃপক্ষ বলছে, ঐ দু'টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই৷
সব ঘটনারই তদন্ত চলছে৷ তবে তদন্ত কর্মকর্তারা এখনও জানাননি যে, এই তিনটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা৷ এ সব ঘটনার পর নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল জাতিসংঘের অধিবেশন শুরু হওয়ার কথা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যেই জাতিসংঘে পৌঁছেছেন৷ সোমবার জাতিসংঘের সদরদপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি সেশনে ভাষণ দেবেন তিনি৷ এরপর আগামী কয়েকদিনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সাং সু চি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও দেখা করার কথা আছে তাঁর৷
নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও রবিবার জানান, জাতিসংঘের অধিবেশন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা নেয়া হচ্ছে৷ এছাড়া নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শহরের রাস্তায় অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)