1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোনিন্দুক দল কায়েম হচ্ছে

প্রতিবেদন: বেন নাইট/ এসি১৬ সেপ্টেম্বর ২০১৪

মাত্র গতবছর যে দলের জন্ম, সেই ‘জার্মানির জন্য বিকল্প’ বা এএফডি দল প্রথমে ইউরোপীয় সংসদের নির্বাচনে, তারপর জার্মানির তিনটি রাজ্যের বিধানসভায় দারুণ ফলাফল করেছে৷ এরপরেও অবশ্য তারা ‘‘প্রতিবাদী দল'' ছাড়া আর কিছু নয়৷

https://p.dw.com/p/1DCWy
Landtagswahlen in Sachsen 2014 AfD Lucke
ছবি: picture-alliance/dpa

গত মে মাসে ইউরোপীয় সংসদের নির্বাচনে জার্মানির ৯৬টি আসনের মধ্যে সাতটি আসন জয় করে এএফডি৷ স্যাক্সনির রাজ্য নির্বাচনে তারা ভোট পেয়েছিল ৯ দশমিক ৭ শতাংশ৷ রবিবার ব্রান্ডেনবুর্গ আর থুরিঙ্গিয়ার নির্বাচনে তারা ভোট পেয়েছে ১২ দশমিক দুই এবং ১২ দশমিক চার শতাংশ৷ অথচ মাত্র ১৯ মাস আগে হেসে রাজ্যের একটি ছোট্ট শহরে জন্ম নেয় জার্মানির সর্বাধুনিক – এবং সফল – রাজনৈতিক দল৷

অথচ এই সাফল্য গোড়া থেকেই আসেনি৷ গতবছরের সেপ্টেম্বর মাসে জার্মানির সংসদীয় নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ ভোটের বেড়া পার হতে পারেনি এএফডি৷ কাজেই তারাও ‘পিরাটেন' অর্থাৎ ‘পাইরেটস' বা ‘জলদস্যু' দলের মতো একবার জ্বলে উঠেই আকাশে মিলিয়ে যাবে, বড় দলগুলি এ' আশা করে থাকতে পারে৷ জার্মানির ঐ ‘জলদস্যুরা'-ও এসেছিল ‘নেট', অর্থাৎ ইন্টারনেট ও তরুণ প্রজন্মের উপর নির্ভর করে, নেটের স্বাধীনতার বুলি মুখে নিয়ে৷ বাস্তব রাজনীতি তাদের শীঘ্রই ধরে ফেলেছে৷ এবং ‘জার্মানির জন্য বিকল্প'-কেও শীঘ্রই গিলে ফেলবে, ভবিষ্যদ্বাণী করছিলেন পণ্ডিতেরা৷

Landtagswahlen in Sachsen 2014 AfD
এএফডি'র উৎপত্তি এবং বিকাশ ম্যার্কেলের রক্ষণশীল দলের অসন্তুষ্ট ও বিদ্রোহী সদস্যদের নিয়েছবি: picture-alliance/dpa

ইউরো-নিন্দুক

ইউরোপের আর্থিক সংকটের পটভূমিতে ইউরো'কে ঝেঁটিয়ে বিদায় করে ডয়েচমার্ক'কে ফিরিয়ে আনার স্বপ্ন থেকে যে দলের জন্ম, সেই আর্থিক সংকট নিয়ে আজ জার্মানিতে খুব কম মানুষই মাথা ঘামিয়ে থাকেন৷ রক্ষণশীল চিন্তাধারার অর্থনীতিবিদরাই এই নতুন দলের প্রতিষ্ঠাতা, যেমন তাদের বর্তমান প্রধান ব্যার্ন্ড লুকে৷ লুকে প্রমুখ চিন্তাবিদরা চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আর্থিক নীতি নিয়ে বিশেষ সুখী ছিলেন না৷ এমনকি এএফডি'র গোড়ার দিকের একটি ইশতাহারে বলা হয়েছিল: ‘‘ইউরো মুদ্রা এলাকা বিশেষ টেকসই প্রমাণিত হয়নি৷ প্রতিযোগিতার মুখে দক্ষিণ ইউরোপের দেশগুলি আরো দরিদ্র হয়ে পড়েছে৷ একাধিক দেশ দেউলিয়া হবার মুখে৷''

অপরদিকে লোকের কানে এবং মনে লাগার মতো স্লোগানের অভাব ছিল না এএফডি'র, সেকালেও নয়, একালেও নয়, যেমন: ‘‘গ্রিকরা ভুগছে; জার্মানরা তার দাম চোকাচ্ছে; ব্যাংকরা মুনাফা করছে৷''

নয়তো এএফডি'তে কিন্তু জাতীয়তাবাদের কোনো স্পর্শ পাওয়া যাবে না৷ তারা ব্রিটেনের ইউকেআইপি কিংবা যুক্তরাষ্ট্রের টি পার্টি আন্দোলনের সঙ্গে তুলনা পছন্দ করে না৷ এমনকি তারা ইউরোপীয় ইউনিয়নেরও বিরোধী নয়: তারা শুধু ইউরোপে ক্ষমতার উত্তরোত্তর কেন্দ্রীকরণের বিরুদ্ধে৷

Europawahl Grobritannien Nigel Farage 22.05.2014
রক্ষণশীল চিন্তাধারার অর্থনীতিবিদরাই এই নতুন দলের প্রতিষ্ঠাতাছবি: Reuters

নিও-কনজারভেটিভ?

বস্তুত এএফডি'র উৎপত্তি এবং বিকাশ ম্যার্কেলের রক্ষণশীল দলের অসন্তুষ্ট ও বিদ্রোহী সদস্যদের নিয়ে৷ এএফডি চায় জার্মানির গণতান্ত্রিক প্রণালীর বুনিয়াদি সংস্কার - এবং সুইজারল্যান্ডের পদ্ধতিতে বড় বড় প্রাসঙ্গিক ইস্যুগুলিতে গণভোটের ব্যবস্থা৷ যেখানে এএফডি ডান থেকেও ডান-ঘেঁষা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো অভিবাসনের প্রশ্নে৷

পূর্ব ইউরোপের দেশগুলি থেকে ইইউ'এর নতুন নাগরিকরা জার্মানিতে আসছে এখানকার সামাজিক ভাতার সুবিধা নিতে - এ'ধরনের মনোভাব, বলতে কি, উগ্র দক্ষিণপন্থিদের মধ্যেও বিরল নয়৷ অথচ গতবছর ব্যার্ন্ড লুকে স্বয়ং এই নবাগতদের এক ধরনের ‘‘সামাজিক তলানি''-র সঙ্গে তুলনা করেছেন৷ কাজেই এএফডি যদি স্যাক্সনি'তে নব-নাৎসি এনডিপি দলের সমর্থকদের কাছ থেকে বেশ কিছু ভোট টেনে থাকতে পারে, তাহলে আশ্চর্য হবার কিছু নেই৷ অবশ্য ব্রান্ডেনবুর্গ এবং থুরিঙ্গিয়ায় দেখা গেছে যে, এএফডি যেমন সিডিইউ, তেমনই এসপিডি, বামদল কিংবা সবুজদের কাছ থেকেও ভোটার টেনেছে৷

তবুও তারা আজও এবং এ যাবৎ একটি ‘‘প্রতিবাদী দল'' ছাড়া আর কিছু নয়৷ রাজ্যশাসন ও সরকারি নীতির ক্ষেত্রে তাদের অনেক শিক্ষানবিশি বাকি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য