জার্মানদের ছুটি কাটানো
৬ আগস্ট ২০১৩সমীক্ষার ফলাফলে শতকরা ৮০ জনই জানিয়েছেন যে তাঁরা ছুটিতে একটু অলসভাবে সময় কাটাতে চান৷ অর্থাৎ খাওয়া-দাওয়া, সমুদ্রস্নান এবং ঘোরাঘুরি করতেই বেশি আগ্রহী জার্মানরা৷ তবে তাঁদের পছন্দের একেবারে শীর্ষে রয়েছে ভালো খাওয়া-দাওয়া করার কথা৷ ছুটির সময় তাঁরা অন্যান্য সময়ের তুলনায় টেলিভিশন, টেলিফোন বা ইন্টারনেট কম ব্যবহার করেন বলেও অনেকে মত প্রকাশ করেন৷
শতকরা মাত্র ৩০ জন জানিয়েছেন যে ছুটির সময় তাঁরা সংস্কৃতি জগতের সাথে যোগাযোগ রাখেন বা শরীর চর্চা করতে আগ্রহী৷ সমীক্ষার ফলাফলে আরো একটি বিষয় ভালোভাবে বেরিয়ে এসেছে৷ আর তা হলো: ছুটি কাটানোর সময় পুরুষদের চেয়ে মহিলারা বেশি অ্যাকটিভ৷ ছুটিতে তাঁরা পুরুষদের চেয়ে বেশি বই পড়েন, ছবি তোলেন এবং পোস্টকার্ড পাঠান৷ এছাড়া শপিং করতেও খুব ভালোবাসেন মেয়েরা৷
এ বছর শতকরা ৫৮ জনই একেবারে অসলভাবে সময় কাটাতে চান বলে জানিয়েছেন৷ তবে জার্মানির পূর্বাঞ্চলের মানুষ ভিন্ন মত দিয়েছেন৷ ছুটিতে গিয়ে তাঁরা কিছু দেখতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান৷ যেতে যান উঁচু জায়গায় হাঁটতে বা সাইকেল চালাতে৷
স্বাভাবিকভাবে বয়সের তারতম্যের কারণে মানুষের ইচ্ছা বা আগ্রহের তারতম্য হয়ে থাকে – এ বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে সমীক্ষার ফলাফলে৷ ৩৪ বছরের কম যাঁদের বয়স তাঁরা পছন্দ করেন ডিস্কোতে গিয়ে নাচতে, সঙ্গীকে নিয়ে বেশি সময় কাটাতে আর টেলিফোন করতেও তাঁদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি৷ ওদিকে ৫৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁরা হাঁটাহাঁটি বা প্যাকেজ ট্যুর বেশি পছন্দ করেন৷
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো সংস্থা বা বিএটি-র প্রধান উলরিশ রাইনহার্ড বলেন, ছুটি কাটানো বা ‘হলিডে' – এ ব্যাপারটা জার্মানদের আত্মার সঙ্গে মিশে আছে এবং ভবিষ্যতেও থাকবে৷ তাই ছুটি কাটাতে গেলে মানুষ এমন জিনিস করতে আগ্রহী হয়, যেগুলো যান্ত্রিক জীবনে প্রাত্যহিক কাজের চাপে করা সম্ভব হয়ে ওঠে না৷ যেমন শপিং করা, খেলাধুলা করা, রেস্তোরাঁয় যাওয়া, সাঁতার কাটা ইত্যাদি৷
এনএস / ডিজি (ইপিডি)