1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফ্রি বিয়ার!

১০ মে ২০২০

করোনা সংকটে রেস্টুরেন্ট ও হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে জার্মানির বিয়ার উৎপাদন প্রতিষ্ঠানগুলো৷ হাজার হাজার লিটার বিয়ার নষ্ট হওয়ার উপক্রম৷ উপায় না দেখে এমন একটি প্রতিষ্ঠান বিনামূল্যে বিতরণ করছে বিয়ার৷

https://p.dw.com/p/3bzfi
ছবি: Reuters/A. Weis

ফেলে দেয়ার বদলে ক্রেতাদের মধ্যে বিনামূল্যে বিয়ার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভিলিঙ্গার ব্রাউহাইস নামের প্রতিষ্ঠান৷ এরই মধ্যে জার্মানির হেসে রাজ্যের এই উৎপাদক দুই হাজার ৬০০ লিটার বিয়ার বিতরণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

প্রতিষ্ঠানের মালিক ফ্রানৎস মাস্ট রয়টার্সকে জানান, ‘‘আমরা জনগণকে ধন্যবাদ জানাতে চাই৷ আমরা আশা করবো এখন যারা আসছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক হলেও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন৷''

এই বিয়ার বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট, বার ও হোটেলে সরবরাহ করার কথা ছিল৷ কিন্তু করোনা মহামারির কারণে সব বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে ভিলিঙ্গার ব্রাউহাইস৷ এখন ধীরে ধীরে জার্মানির বিভিন্ন রাজ্যে সবকিছু খুলতে শুরু করেছে৷ ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগে নতুন বিয়ার উৎপাদনে যেতে হবে প্রতিষ্ঠানটিকে৷ 

স্থানীয় ক্রেতারা প্রায় প্রতিদিনই এই সুযোগ কাজে লাগানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ নানা নির্দেশনা মেনে সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন৷

বিয়ার নিতে আসা নাটালি ইউলিউস রয়টার্সকে বলেন, ‘‘আমি আশা করবো আমরা বিয়ার নিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির উপকার হবে৷ আর আমরাও বিকেলে বাগানে রোদে বসে মজার এই ভিলিঙ্গার বিয়ান পান করতে পারবো৷''

করোনা মহামারি অন্যন্য খাতের মতো জার্মানির বিয়ার উৎপাদনকেও ব্যাপকভাবে ব্যাহত করেছে৷ গ্রীষ্মকালে পুরো জার্মানি জুড়ে নানা ধরনের বিয়ার উৎসবের আয়োজন হয়ে থাকে৷ কিন্তু এবার বাভারিয়ার রাজ্যের বিখ্যাত অক্টোবরফেস্টসহ অন্যসব বিয়ার উসবও বাতিল ঘোষণা করা হয়েছে৷ চীন ও ইটালিতে রপ্তানিও বন্ধ হয়ে গেছে৷

জার্মানির বিয়ার উৎপাদকদের সংগঠন ডয়চে ব্রাউয়ার বুন্ড এই খাতে বড় ধরনের ধস নামার আশঙ্কার কথা জানিয়েছে৷

রেবেকা শ্টাউডেলমায়ার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান