জার্মানিতে বিয়ারের বিক্রি কমে গেলো
২ আগস্ট ২০২৪জার্মানিতে বিয়ারের বিক্রি ২০২৪ আর্থিক বছরের প্রথমার্ধে শুন্য দশমিক ছয় শতাংশ বা ৬৮ লাখ গ্যালন কমেছে।
সরকারিভাবে জানানো হয়েছে, বিয়ার প্রস্তুতকারকদের আশা ছিল, জার্মানিতে ইউরো কাপ হচ্ছে। তাই বিয়ার বিক্রি বাড়বে। কিন্তু তাদের প্রত্যাশাপূরণ হয়নি।
জুন মাসে যখন ইউরো কাপ চলছিল, তখন বিয়ারের বিক্রি অনেকটাই কমে গিয়েছিল।
খারাপ আবহাওয়া ও মুদ্রাস্ফীতি
এর জন্য প্রবল বৃষ্টি ও তুলনামূলক কম তাপমাত্রাকে দয়ী করা হচ্ছে। কারণ, এরকম আবহাওয়ার জন্যই ফুটবল ফ্যানরা বিয়ার গার্ডেনে বা বারে যাননি। তার উপর মুদ্রাস্ফীতির জন্য মদ প্রস্তুতকারকদের ক্ষতি হয়েছে। কাঁচা মালের দাম আকাশ ছুঁয়েছে। এই সময় নন-অ্যালকোহলিক বিয়ারের চাহিদা বেড়েছে।
বিয়ার প্রস্তুতকারকদের সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর হলগার আইশিলে জানিয়েছেন, ''ইউরো কাপের সময় ঝড়বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ওঠানামা করেছে। ফলে অনেক বিয়ার গার্ডেন পার্টি বাতিল হয়েছে। অনেক বার-এ ঠিকমতো বিক্রিবাটা হয়নি।''
২ অগাস্ট আন্তর্জাতিক বিয়ার দিবস। তখনই জার্মানির এই বিয়ার-ধাক্কার খবর এলো।
জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি)