সরকার গঠনের পথে অগ্রগতি
২১ জানুয়ারি ২০১৮জার্মানির বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটানোর চাবিকাঠি এসপিডি দলের হাতে৷ তারা ইউনিয়ন শিবিরের সঙ্গে আবার মহাজোট সরকার গঠন করলে জার্মানি, তথা ইউরোপে স্বস্তির নিঃশ্বাস পড়বে৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসপিডি দলের নেতৃত্ব এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা গ্রহণ করতে নারাজ৷ দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে সেদিকে এগোনোর পথে এগোচ্ছেন শীর্ষ নেতা মার্টিন শুলৎস-সহ অন্যান্য নেতারা৷ তারই আওতায় রবিবার বন শহরে দলের প্রায় ৬৪০ জন ডেলিগেটের মধ্যে প্রায় ৫৬ শতাংশ মহাজোট গড়ার আলোচনার পক্ষে সমর্থন জানালেন৷ তবে এটাই শেষ পদক্ষেপ নয়৷ শেষ পর্যন্ত মহাজোট নিয়ে দুই শিবির ঐকমত্যে এলে এসপিডি দলের প্রায় ৪ লক্ষ ৪০ হাজার সদস্যকে সেই কোয়ালিশন চুক্তির প্রতি সমর্থন জানাতে হবে৷ তবেই সরকার গঠন করা সম্ভব হবে৷
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বে আরও একবার মহাজোট সরকারে যোগ দিলে দলের ভাবমূর্তির আরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছে এসপিডি দলের একটা বড় অংশ৷ রবিবার তারা তাদের যুক্তি তুলে ধরলেন৷ তাঁদের মতে, একের পর এক মহাজোটের অংশ হয়ে এসিপিডি তার নিজস্ব চরিত্র অনেকটা হারিয়ে ফেলেছে এবং ভোটারদের আস্থা হারিয়েছে৷ গত নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের পর শিক্ষা নিয়ে বিরোধী আসনে বসা উচিত বলে তাঁরা মনে করেন৷ অন্যদিকে দলের নেতৃত্ব দেশের বর্তমান পরিস্থিতিতে জাতির স্বার্থে সরকারের অংশ হবার পক্ষে৷ নতুন নির্বাচন হলে এসপিডি আরও সমর্থন হারাবে বলে মনে করেন তাঁরা৷ শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে হলেও এই যুক্তির প্রতি সমর্থন আদায় করতে পেরেছেন তাঁরা৷ সেইসঙ্গে দলের মধ্যে এমন খোলামেলা বিতর্ককে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন তাঁরা৷
এসপিডি দল এবার ইউনিয়ন শিবিরের সঙ্গে আলোচনায় বসতে চলেছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত এসপিডি দলের সদস্যদের হাতে থাকায় ইউনিয়ন শিবিরে বেশ অস্বস্তি কাজ করবে৷ কারণ, এসিপিডি দলের বেশিরভাগ দাবি মেনে না নিলে সরকার গড়ার দ্বিতীয় প্রচেষ্টা বিফল হবে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)