জীবনের তাগিদে মাছ বিক্রি করেন যিনি
৩০ জুলাই ২০১৮ভারতের কেরালার ঘটনা৷ কলেজ পড়ুয়া হানান হামিদ ক্লাস শেষে মাছ বিক্রি করতেন রাস্তাঘাটে৷ তবে তিনি যেখানে থাকতেন, সেখানে নয়৷ বেশ খানিকটা দূরে অন্য শহরে গিয়ে জীবিকার তাগিদে এই কাজ করতেন তিনি৷
কিন্তু কোনোভাবে এক ব্যক্তি তাঁর মাছ বিক্রির ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন৷ এরপর তাঁর ইউনিফর্ম এবং মেকআপ পরা অবস্থায় মাছ বিক্রির বিষয়টি নিয়ে ইন্টারনেটে ট্রল করতে শুরু করেন অনেকে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মেয়েটি অত্যন্ত ভেঙে পড়েন৷
তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি৷ ভারতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন দ্রুত৷ দেশটির মূলধারার গণমাধ্যমে শিক্ষার্থীর মাছ বিক্রি এবং তাঁকে নিয়ে ট্রলের বিষয়টি উঠে আসে৷ ফলে নড়েচড়ে বসে প্রশাসন৷ ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি, ধারণা করা হচ্ছে প্রথম হানানের ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করেছিলেন৷
প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী হয়ে মাছ বিক্রি করা কি অপরাধ? দেখুন ভিডিওটি এবং জানান আপনার মতামত৷
এআই/ডিজি