1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাক চালকের গ্রন্থাগার

২৮ ফেব্রুয়ারি ২০১৭

পেশায় তিনি আবর্জনা ট্রাক চালক৷ তিনি আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করে গড়ে তুলেছেন পাঠাগার৷ আর প্রতিবেশী গরিব শিশুরা বিনামূল্যে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই ট্রাক চালকের পাঠাগার গড়ার ভিডিওটি এখন ভাইরাল৷

https://p.dw.com/p/2YMZe
প্রতীকী ছবি
ছবি: Reuters/D. Siddiqui

নিজে বেশিদূর লেখা পড়া করেননি৷ কিন্তু তাতে কি? শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছেটা শতভাগ৷ কলোম্বিয়ার রাজধানী বোগোটার আবর্জনা সংগ্রাহকহোসে গুতিয়েরেজ হাজারো শিশুদের হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন বই৷ ২১ বছর আগে আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করা শুরু করেছিলেন তিনি৷

সেসময় রাতের বেলায় আবর্জনা ট্রাক চালাতেন তিনি৷ সেই বইগুলো তার ছোট্ট বাড়ির নীচের ঘরে জমা করতেন৷ এখন সেই ঘর কমিউনিটি গ্রন্থাগারে পরিণত হয়েছে৷ বইয়ের সংখ্যা ২০ হাজারেরও বেশি৷ রসায়ন পাঠ্য পুস্তক থেকে শুরু করে শিশুদের নানারকম বই রয়েছে সেখানে৷

গুতিয়েরেজের মতে, তাঁর মতো দরিদ্র পরিবারের শিশুদের কাছে এইসব বই পাওয়া এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই না৷ শিশুরা এ সব বই পড়তে পেরে ভীষণ খুশি হয় বলে জানালেন তিনি৷ তিনি জানালেন, বোগোটায় ১৯টি গ্রন্থাগার রয়েছে৷ কিন্তু এগুলোর সদস্য হতে গেলে অনেক অর্থ ব্যয় করতে হয়৷ প্রতিবেশী শিশুরাই মূলত তাঁর পাঠাগারের পাঠক৷

গুতিয়েরেজের গ্রন্থাগারের এই ভিডিওটি ধারণ করেছে এজে প্লাস ভিডিও৷ ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে৷ এরমধ্যেই ৬০ হাজার বারের বেশি এটি দেখা হয়েছে সেখানে৷ শেয়ার হয়েছে অন্তত ১০ হাজার বার৷

এপিবি/ডিজি

বন্ধু, কেমন লাগলো ভিডিওটি? জানিয়ে দিন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য