1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহরের ওপরে পানি, নীচেও পানি

২১ সেপ্টেম্বর ২০১৫

জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন৷ ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে বেশ কিছু খবর দেখা গেল গণমাধ্যমে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমও উঠে এসেছে অন্যরকম কিছু বিষয়৷

https://p.dw.com/p/1GZr9
Bangladesch Hochwasser in Dhaka
ছবি: picture-alliance/dpa/A. Abdullah

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিউস সোমবার সকালে ঢাকা পৌঁছান৷ বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি সাভারে চলে যান৷ ইউরোপীয় দু'টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ যৌথ সফরের খবর বাংলাদেশের প্রায় সব সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালেই এসেছে৷

জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রকল্পের কার্যক্রম দেখতে স্টাইনমায়ার এবং ফাবিউসের পটুয়াখালীতে যাওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সে সফর বাতিল করা হয়৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও লরঁ ফাবিউসের এ সফর সম্পর্কে আগ্রহীদের অবগত করার চেষ্টা করেছে৷

দুই পররাষ্ট্রমন্ত্রী পটুয়াখালী সফর স্থগিত করে অল্প সময়ের জন্য নৌভ্রমণে গিয়েছিলেন৷ সেই ছবি এবং খবরও পরিবেশন করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তবে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সঙ্গীদের কেউ কেউ বাংলাদেশের রাজধানীতে জনদুর্ভোগের কিছু চিত্রও তুলে ধরেছেন৷ সে কারণে ঢাকার যানজট এবং জলাবদ্ধতার দৃশ্যও উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

জার্মান পররাষ্ট্রমন্দ্রীর এক সফরসঙ্গী ঢাকা শহর সম্পর্কে লিখেছেন, ‘‘আমি এমন এক শহরে এলাম যে শহরের ওপর-নীচ দু'দিক থেকেই পানি পড়ে৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান