ঢাকার এক রেস্তোরাঁয় বিদেশি অতিথিদের যাওয়ায় নিষেধাজ্ঞা
৬ জুলাই ২০১৭রেস্তোরাঁর দরজায় লাগানো এক নোটিশে বলা হয়েছে, বিদেশি কোনো অতিথি স্বাগত নন৷ রেস্টুরেন্টের মালিক শাহ তাঞ্জিল বলছে, ভবনের মালিকের কাছ থেকে নির্দেশনা আসার কারণ এরকম সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘মালিকের নির্দেশনা আসায় আমাদের আর কোনো উপায় ছিল না৷ কারণ, আমরা তো হঠাৎ করে আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারিনা৷ এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ৷''
পাঁচতলা ঐ ভবনের মালিক নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বলেছেন, ‘‘কোনো কিছু ঘটলে কে দায়িত্ব নেবে?'' তিনি মনে করেন জঙ্গি হামলার অন্যতম লক্ষ্য হচ্ছেন বিদেশিরা৷
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছিলেন৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছিল৷
এদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী জানিয়েছে, আবু শফিক আল বেঙ্গলি বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ সহ মিয়ানমার ও পশ্চিমবঙ্গে হাজার হাজার জনকে প্রশিক্ষণ দেয়ার কথা জানান৷
এই বার্তাটি আসল কিনা তা যাচাই করে দেখা হচ্ছে বলে এএফপিকে জানিয়েছেন ব়্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান৷
জেডএইচ/ডিজি (এএফপি)