1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় মেসি, বিমানবন্দরে বিপুল অভ্যর্থনা

৫ সেপ্টেম্বর ২০১১

দক্ষিণ এশিয়ার ক্রিকেট দুর্গে বাঙালিরাই যে ফুটবলকে আঁকড়ে ধরে রেখেছে, কলকাতার পর তার প্রমাণ দিল ঢাকা৷ আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন৷

https://p.dw.com/p/12TCg
মেসিছবি: dapd

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা৷ এই সেই নাইজেরিয়া, যে দল আবুজায় আর্জেন্টিনাকে ৪-১ গোলে পরাজিত করেছিল৷ ‘ম্যাচ ফিক্সিং'এর সন্দেহে ফিফা এখনো সেই ম্যাচের তদন্ত করছে৷ ঢাকায় লিওনেল মেসি'র দল তাদের সেরা খেলা দেখাবে – এমনটাই আশা করছে সবাই৷ কলকাতায় তারা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল৷

সোমবার মেসি'কে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য৷ মালা পরিয়ে মেসি'র দলকে স্বাগত জানাতে পেরে তিনি বলেন, ‘‘এ যেন আমার স্বপ্ন সার্থক হওয়ার মতো৷'' ঢাকা বিমানবন্দরে কয়েক হাজার ফ্যান আর্জেন্টিনার জার্সি পরে ও সেদেশের পতাকা নিয়ে হাজির ছিল৷ বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে আর্জেন্টিনা টিম'কে রূপসী বাংলা হোটেলে নিয়ে যাওয়া হয়৷

মঙ্গলবারের ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দামের কারণে দর্শকদের সংখ্যা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে৷ ৭,৫০০ টাকা বা প্রায় ১০০ ডলারের টিকিটের অর্ধেকের মতো বিক্রি হয়েছে৷ ফুটবলপ্রেমীদের একটা বড় অংশের পক্ষেই এত দামের টিকিট কেনা সম্ভব নয়৷ ফলে তাদের মনে ক্ষোভ রয়ে গেছে৷ তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে, এই ম্যাচ আয়োজন করতে প্রায় ৪০ লক্ষ ডলার খরচ হয়েছে৷ প্রীতিম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনওয়ারুল হক সংবাদ সংস্থা এএফপি'কে বলেছেন, ‘‘মেসিকে দেখতে হলে কিছু খরচ তো করতেই হবে৷'' বিএফএফ'এর আশা, ম্যাচের আগে পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে যাবে৷ তারা ২,৩০০ টিকিট বিনামূল্যে কিছু স্কুলছাত্রদের মধ্যে বিতরণ করেছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য