তাইওয়ানের সুন্দরী মাছওয়ালী
১২ ডিসেম্বর ২০১৮বিজ্ঞাপন
এক ফেসবুক ব্যবহারকারী সুন্দরী মাছবিক্রেতার ছবি আপলোড করেন৷ সাথে জুড়ে দেন মজার এক ক্যাপশন, ‘‘মা, এখন থেকে তোমার মাছ কেনায় আমিই সবসময় সাহায্য করবো৷''
এই ছবিটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুকে৷ পরের দিন থেকে বেড়ে যায় মাছ দোকানের বিক্রি৷ কেউ কেউ অবশ্য শুধু সুন্দরীকে এক পলক দেখার জন্যই ভিড় জমান দোকানে৷
২৬ বছর বয়সি অবশ্য তাঁকে ঘিরে এই আলোচনাকে মজা হিসেবেই নিয়েছেন৷ স্তানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, এই দোকান মূলত তাঁর মায়ের৷ মাকে সাহায্য করার জন্যই তিনি মাঝেমধ্যে দোকানে কাজ করেন৷
তবে তাঁর উপস্থিতি যে এভাবে বিক্রি বাড়াবে তা তিনি নিজেও বুঝতে পারেননি৷
এডিকে/এসিবি