1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন মার্কিন বন্দিকে মুক্তি দিল উত্তর কোরিয়া

৯ মে ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক শীর্ষ বৈঠকের আগ দিয়ে পিয়ংইয়ং তিন মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সাথে তারা অ্যামেরিকায় ফিরছেন৷

https://p.dw.com/p/2xRl2
Südkorea Donald Trump und Kim Jong Un im TV in Seoul
ছবি: picture-alliance/AP Photo/A. Young-joon

উত্তর কোরিয়া তিন মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন অ্যামেরিকার  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

বুধবার ট্রাম্প এক টুইটে এই ঘোষণা দিয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসছেন, যাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সবাই অপেক্ষায় আছে৷

উত্তর কোরিয়ার সঙ্গে নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের আগে দিয়ে পিয়ংইয়ং এ পদক্ষেপ নিল৷

ট্রাম্প তার টুইটে আরও জানান, যুক্তরাষ্ট্রের ওই তিন নাগরিক সুস্থ আছেন এবং কিমের সঙ্গে আলোচনায় দুই নেতার বৈঠকের সময় এবং স্থান ঠিক হয়েছে৷

মুক্তি পাওয়া ওই তিন নাগরিক হচ্ছেন, কিম হ্যাক সং, কিম সাঙ ডাক এবং কিম ডং চুলিস৷

কিম হ্যাক সং উত্তর কোরিয়ার পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন৷ তাকে উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে'র অভিযোগে গ্রেপ্তার করা হয়৷ চীনা বংশোদ্ভূত হ্যাক সং-এর জন্ম চীনে৷ তিনি ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং ১০ বছর অ্যামেরিকায় থেকেছেন৷ এরপর কিম কোরিয়ায় যান পড়াতে৷ সেখান থেকে তার নিজের জন্মভূমি চীনে ফেরার কথা ছিল৷

কিম স্যাং-ডাক এর আরেক নাম টনি কিম৷ তিনি চীনের ইয়ানবিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক ছিলেন, যেটি কোরিয়ার সীমান্তের খুব কাছাকাছি৷ তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়েও পড়াতেন বলে জানা গেছে৷ পাশাপাশি দুর্ভিক্ষ পীড়িত উত্তর কোরিয়ার গ্রামাঞ্চলের মানুষদের ত্রাণ দিতেন৷ অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ এই অধ্যাপককে কেন গ্রেপ্তার করা হয়েছিল তা পরিষ্কার নয়৷

অপরজন দক্ষিণ কোরিয়ার জন্ম হওয়া অ্যামেরিকান কিম ডং চুলিস ২০১৫ সালের অক্টোবরে গ্রেপ্তার হয়েছিল উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনীর কাছে৷ তার বিরদ্ধে একটি ইউএসভি ডিভাইসে উত্তর কোরিয়ার পারমাণবিক ও সামরিক গোপন তথ্য পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল৷

এইচআই/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

পাঠক, এই লেখাটি পড়ে আপনার কেমন লাগল? নীচের ঘরে আমাদের জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য