তুরস্কের মসজিদে বেজে উঠলো গান
২২ মে ২০২০বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র এলাকা হিসেবে পরিচিত ইজমিরে ঘটেছে ঘটনাটি৷ সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফ্যাসিবাদবিরোধী একটি গান বেজে ওঠায় তুমুল বিতর্ক শুরু হয়েছে তুরস্কে৷ 'বেলা চিলো’ শিরোনামের ইতালীয় ভাষার গানটি মসজিদে কে বাজালো তা এখনো জানা যায়নি৷ ধর্ম বিষয়ক জাতীয় পরিষদ দিয়ানেট বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার পাশাপাশি আদালতে মামলাও করেছিল৷ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷
প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সরকার এবং ধর্মীয় নেতারা বিষয়টিকে ‘সাবোটাজ’ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন৷ এর্দোয়ানের দল একেপির মুখপাত্র ওমর চেলিক এক টুইট বার্তায় বলেছেন, ‘‘নোংরা কাজটি যে-ই করে থাকুক, তাকে অবশ্যই খুঁজে বের করা হবে৷’’
সরকারপন্থি দৈনিক সাবাহ মসজিদে ফ্যাসিবাদবিরোধী গান বাজানোর খবরের শিরোনাম করেছে, ‘কেলেঙ্কারি’৷ দৈনিক ইয়েনি সাফাক বিষয়টিকে বর্ণনা করেছে মসজিদের ওপর 'জঘন্য আক্রমণ' হিসেবে৷
এসিবি/কেএম (এএফপি)