1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রাণ নিয়ে দুর্নীতি, সরগরম পশ্চিমবঙ্গ

৯ জুলাই ২০২০

ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতি ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গ৷ অভিযোগ উঠলেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ বিরোধীরা নেমেছে দুর্নীতির বিরুদ্ধে প্রচারে৷

https://p.dw.com/p/3f2iI
পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, তা সন্দেহাতীত ভাবে দুর্নীতি৷
ছবি: Getty Images/AFP/A. Kumar

পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, তা সন্দেহাতীত ভাবে দুর্নীতি৷ সারদা, নারদ, কাটমানি হয়ে এবার দুর্নীতির অভিযোগ ত্রাণ বণ্টন নিয়ে৷ অভিযোগের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে তছনছ করে দিয়েছে৷ হাজার হাজার বাড়ি ভেঙে পড়েছে৷ প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ থেকে বঞ্চিত করে চলছে ব্যাপক স্বজনপোষণ

দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েত স্তরে ক্ষতিগ্রস্ত মানুষের যে তালিকা তৈরি হয়েছে, তা নিয়েই মূলত অভিযোগ৷ এই তালিকায় অনেকক্ষেত্রে শাসকদলের পরিবারের সদস্যদের নাম ঢুকিয়ে দেয়া হয়েছে, বাদ পড়েছে সম্বলহীন মানুষ৷ সংখ্যায় কম হলেও সিপিএম ও বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে৷ ত্রাণের টাকা, ত্রিপল কিংবা খাদ্যসামগ্রী না পেয়ে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখাচ্ছে৷

এই অসন্তোষ মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিতে হবে৷ এ নিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ শাসক দলের নেতারাও যদি দুর্নীতি করেন, তাহলে কড়া ব্যবস্থা নেয়া হবে৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ব্যাপক ভাবে শোকজ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির স্তরের তৃণমূল নেতাদের৷ তদন্ত করা হচ্ছে দলীয় পর্যায়ে৷ একাধিক জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতা বেআইনিভাবে নেওয়া ত্রাণের টাকা ফিরিয়ে দিয়েছেন৷ এ প্রসঙ্গে তৃণমূল নেতা, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘যে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে দুর্নীতির অভিযোগ এসেছে ৫-৭ শতাংশ স্থানে৷ অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন৷ শুধু তৃণমূল নয়, উত্তর ২৪ পরগণায় বিজেপি কিংবা মথুরাপুরে সিপিএমের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে৷ এটা একেবারেই ব্যক্তিগত স্তরে দুর্নীতি, এর সঙ্গে দলের যোগ নেই৷''

তন্ময় ভট্টাচার্য

বিরোধী বাম, বিজেপি, কংগ্রেস লকডাউনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে৷ বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, ‘‘তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিতে ভরা৷ যারা উপরতলার নেতা তারা কীভাবে নিচুতলার দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন? তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নৈতিক অধিকার হারিয়ে গিয়েছে৷'' ত্রাণ দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তর ২৪ পরগণা থেকে৷ এই জেলার সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী একটি পঞ্চায়েতের নাম বলুন যেখানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি নিয়ে অভিযোগ ওঠেনি৷ নীচের তলায় তৃণমূল ও বিজেপি হাত ধরাধরি করে দুর্নীতি করছে৷ দুই দলের সমর্থকদের নাম থাকছে তালিকায়৷ এখন মানুষের প্রতিরোধের মুখে পড়ে মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করতে কড়া অবস্থান নেওয়ার চেষ্টা করছেন৷''

অতীতে বেআইনি অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি থেকে নারদের গোপন ভিডিওয় নেতাদের টাকা নেওয়ার ছবি, তৃণমূল নানা সময়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে৷ গত লোকসভা নির্বাচনের পর কাটমানি বিতর্ক রাজ্যের শাসক দলকে ব্যতিব্যস্ত করে তুলেছিল৷ যখন বিধানসভা নির্বাচন আর কয়েক মাস দূরে, তখন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে কড়া অবস্থানে তাঁর দলের ভাবমূর্তি উন্নত হবে বলে মনে করছে না বিরোধীরা৷ তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, ‘‘২০২১ সালে এই রাজ্যে তৃণমূলের হার যে নিশ্চিত এটা বুঝে গিয়েছেন শাসক দলের নেতা-কর্মীরা৷ গত নয় বছর তাঁরা যেভাবে সরকারি টাকা নয়ছয় করেছেন, বাকি কয়েক মাস আরো বেশি করে নিজেদের পকেটে ভরতে চাইছেন৷ এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই৷

একেবারে বিপরীত মত তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রের৷ তিনি বলেন, ‘‘কোথাও দুর্নীতির অভিযোগ উঠলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ বিরোধীদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়েছেন৷ তৃণমূল অস্বীকার করছে না দুর্নীতি হয়েছে৷ কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে৷ এতে সরকারের স্বচ্ছতা প্রমাণিত হয়৷ আগামী বিধানসভা নির্বাচনে এর ইতিবাচক ফল পাবে তৃণমূল৷''

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য