দ. কোরিয়ায় বিরোধী নেতার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
১২ জুন ২০২৪বুধবার প্রকাশিত খবরে স্থানীয় গণমাধ্যম বলছে, প্রাদেশিক গভর্নরের দায়িত্ব পালনের সময় একটি আন্ডারওয়্যার প্রস্তুতকারক কোম্পানিকে বিশেষ স্কিমের সহযোগিতায় উত্তর কোরিয়ায় তহবিল স্থানান্তরের সুযোগ দিয়েছেন লি৷ এ সময় তিনি পিয়ং ইয়ং সফরও করেছেন বলে লিখেছে পত্রিকাগুলো৷
এর আগে লি জায়-মিউংয়ের ডেপুটি লি হুয়া-ইয়াংয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়৷ বলা হয়, লি যখন গিওংগি প্রদেশের গভর্নর ছিলেন, তার ডেপুটি হুয়া-ইয়াং ঘুস নিয়ে সাংবাংউল গ্রুপকে উত্তর কোরিয়ায় ৮০ লাখ ডলার পাচারের সুযোগ করে দেন৷
সাংবাংউল গ্রুপ শুরুতে আন্ডারওয়্যার উৎপাদন দিয়ে ব্যবসা শুরু করে৷ পরবর্তীতে আরো নানা ব্যবসায় যুক্ত হয়৷
লি কোনো ধরনের স্কিমের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন৷
গত বছর তিনি এ বিষয়ে বলেন, ‘‘আমি এত বোকা নই৷'' তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘বানানো গল্প' আখ্যা দেন৷
বুধবার অভিযুক্ত হওয়ার পর তিনি বলেন, ‘‘প্রসিকিউটরদের সৃজনশীলতা আরও খারাপ হচ্ছে৷''
লি ২০২২ সালে রাষ্ট্রপতি পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন৷ সে নির্বাচনে খুব অল্প ব্যবধানে ইউন সুক ইওলের কাছে হেরে যান৷ ইউন একজন ক্যারিয়ার প্রসিকিউটর৷ ২০২৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লি-কে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে৷
জেডএ/এসিবি (রয়টার্স)