স্পেনের নির্বাচনে অঘটন
২১ ডিসেম্বর ২০১৫স্পেনে সাধারণ নির্বাচনের তাৎপর্য শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ ইউরোপীয় রাজনীতির উপরেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ক্ষমতাকেন্দ্রে দুই-দলের আধিপত্যের দিন শেষ করে সে দেশে নতুন রাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়েছে৷ তবে পোল্যান্ড ও ফ্রান্সের মতো সেই শক্তি কট্টর দক্ষিণপন্থি নয়৷ মূল স্রোতের দলগুলিকে সাজা দিয়ে ভোটাররা বাম ও উদারপন্থিদেরই দিকেই ঝুঁকেছেন৷
যে দেশে কয়েক দশক আগে পর্যন্ত জেনারেল ফ্রাংকোর নেতৃত্বে স্বৈরাচারী শাসনব্যবস্থা চালু ছিল, সে দেশের গণতান্ত্রিক উত্তোরণের উপর বাড়তি নজর রয়েছে৷ এই প্রথম রক্ষণশীল ও সমাজতান্ত্রিক দুই বড় দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি৷ ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি সবচেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে অনেক দূরে রয়ে গেছে৷ উত্থান হয়েছে নতুন দুই রাজনৈতিক দলের৷ চরম বামপন্থি ‘পোদেমোস' দল এবং মধ্যপন্থি নাগরিক দল ভোটের একটা উল্লেখযোগ্য অংশ পেয়ে স্পেনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে৷
চরম বামপন্থি ‘পোদেমোস' দলের সাফল্যকে ব্যয় সংকোচের নীতির বিরুদ্ধে ইউরোপের রায় হিসেবে তুলে ধরেছেন সমমনা গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস৷
নির্বাচনের এই ফলাফল নতুন সরকার গঠনের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে৷ স্পেনের রাজনীতি জগতে কোনো পক্ষেরই এখনো জোট সরকারের কোনো অভিজ্ঞতা নেই৷ ফলে নতুন করে নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
স্পেনের এক সংবাদপত্র বিশেষ ইন্টারঅ্যাকটিভ গ্রাফিকের মাধ্যমে পাঠকদেরই জোট গড়ার সুযোগ দিচ্ছে৷
স্পেনে দুই-দলীয় শাসন ব্যবস্থা অচল হয়ে যাবার প্রেক্ষাপট তুলে ধরছেন জোয়ানা রামিরো৷
এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)