1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দর্শক শূন্য মাঠে শুরু বুন্ডেসলিগা

১৬ মে ২০২০

মাঠে গড়াচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা। করোনা সংকটে বিপর্যস্ত ইউরোপে প্রথম কোনো ফুটবল লিগ যেটা আবার শুরু হতে যাচ্ছে। এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে।

https://p.dw.com/p/3cJuO
ছবি: picture-alliance/dpa/I. Fassbender

কী কী নিয়ম মেনে খেলা মাঠে গড়াচ্ছে, লিগের দলগুলোর কী অবস্থা, খেলোয়াড় বা কোচরা কে কেমন অবস্থায় আছেন। এসবের পাশাপাশি ডয়চে ভেলের চোখ দিয়ে দেখে নিন বুন্ডেসলিগার ঐতিহ্য।

শিরোপা প্রত্যাশীরা

টানা সাত বছর ধরে বায়ার্ন মিউনিখ কাপ জেতায় অনেক ফুটবল ভক্তের কাছে হয়তো বুন্ডেসলিগা কিছুটা একঘেয়ে হয়ে উঠেছিল। তবে এবার তেমনটা না হওয়ার জোরাল আভাস ছিল। মৌসুমের শুরু থেকেই বায়ার্ন মিউনিখকে পয়েন্ট টেবিলে লড়াই করতে হচ্ছে, যার জেরে বরখাস্ত হয়েছেন কোচ নিকো কোভাচ। বরুসিয়া ডর্টমুন্ড ও আর বি লাইপসিশ এবার শিরোপার জোর দাবিদার।

মৌসুমে সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে যারা 

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। মাত্র দুই গোল পিছিয়ে আছেন আর বি লাইপসিশের স্ট্রাইকার টিমো ভারনার। তিনি জার্মানির জাতীয় ফুটবল দলেও নিয়মিত খেলেন।

এবারের মৌসুমে নতুন তারকা হিসেবে উঠে এসেছেন আর্লিং হোল্যান্ড। নরওয়েজীয় এই তরুণ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন। তাঁর নামের পাশে মাত্র নয়টি গোল থাকলেও সময়ের বিবেচনায় তিনি সবার থেকে এগিয়ে। তিনি গড়ে ৫৭ মিনিটে একটি করে গোল করেছেন।

দর্শক শূন্য গ্যালারি

স্বাস্থ্য সুরক্ষার যথা নিয়ম মেনেই বুন্ডেসলিগা মাঠে গাড়াবে। প্রত্যেক দল আলাদা আলাদা ভাবে মাঠে আসবে। খেলা শুরুর আগে যেসব আনুষ্ঠান আয়োজন থাকে সেগুলোও বাতিল করা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখ করার বিষয় দর্শক শূন্য গ্যালারি।যেকোনো খেলায় দর্শকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে অন্য মাত্রা এনে দেয় গ্যালারিতে থাকা ভক্ত দর্শকরা।

এদিকে, ‍অন্যান্য লিগের তুলনায় বুন্ডেসলিগায় টিকেটের দাম অপেক্ষাকৃত কম হওয়ায় মাঠে দর্শক বেশি থাকে। দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনাও বেশি। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে খেলা মাঠে গাড়ালেও দর্শকদের মাঠে বসে খেলা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে।

ম্যাট পিয়ারসন/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য