দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চডুবি
১৫ মে ২০১৪বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, দ্বিতল ও মাঝারি আকারের লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে৷
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বার্তা সংস্থা এএফপিকে বলেন, এমভি মিরাজ-৪ নামের ওই লঞ্চে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে৷ নিখোঁজ যাত্রীর সংখ্যা ২০০ থেকে সাড়ে ৩০০ পর্যন্ত হতে পারে৷
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে৷ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নদী থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে অন্তত দু'জন নারী বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান৷
জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ থেকে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে৷ কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের কর্মীরাও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন৷
জেকে/ডিজি (রয়টার্স, এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)