রাজনীতি
১৯ সেপ্টেম্বর ২০১২পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারি সরকারের জন্য এখন বড় চাপ৷ আর শরিকদের চাওয়া পাওয়া পূরণেও সরকারের ওপর চাপ আছে৷ আছে দলের মধ্যে কিছু সিনিয়র নেতার না পাওয়ার বেদনা৷ ঘরের চাপ থেকে কিছুটা বেরিয়ে আসা এবং বাইরের চাপ থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয়ার জন্যই হয়তো সরকার মন্ত্রিসভায় নতুন সাতজন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়েছে৷ তবে তাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন মন্ত্রিত্ব গ্রহণ না করায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে৷ অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, সরকারের ওপর শরিকদের চাপ কতটা শেষ পর্যন্ত কার্যকর হবে তা নির্ভর করে শরিকের নিজস্ব ক্ষমতার ওপর৷
আওয়ামী লীগের ভিতরে মেরুকরণকে তেমন তীব্র মনে করেন না শান্তনু মজুমদার৷ কেউ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মন্ত্রিত্ব গ্রহণ না করাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন৷ তবে দলের ভিতরে এ নিয়ে ভাঙন বা মেরুকরণের জন্য যে পরিবেশ দরকার, তা এই মুহূর্তে নেই৷ কারণ এর জন্য আন্তর্জাতিক লবিগুলোকে এখনো তেমন সক্রিয় দেখা যাচ্ছেনা৷
তিনি বলেন, সরকারের এই অবস্থায় বিরোধী দল সুযোগ নিতে চাইবে সেটাই স্বাভাবিক৷ তবে এই সুযোগ পুরোপুরি নেয়ার জন্য সময় এখনো আসেনি বলে মনে করেন তিনি৷ কারণ নির্বাচনের জন্য এখনো সময় আছে৷
তিনি বলেন, পরিস্থিতি স্পষ্ট হতে আরো সময় লাগবে৷ ঘটনার কার্যকারণ বোঝা যাবে সরকারের শেষ সময়ে৷ তখন পরিষ্কার হবে রাজনীতির কোন চাল কোন কাজে দেয়া হয়েছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন