1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁসির রায়ের প্রতিক্রিয়া

জাহিদুল হক৯ মে ২০১৩

যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু ব্লগার আর ফেসবুক ব্যবহারকারী৷ তবে জামায়াত-শিবিরের বলে পরিচিত ফেসবুক পেজগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র৷

https://p.dw.com/p/18UqL
ছবি: privat

এদিকে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় ফেসবুক ব্যবহারকারী আলমগীর হোসেন স্ট্যাটাস দিয়েছেন এইভাবে, ‘‘নাম: কামারুজ্জামান, বিষয়: অমানবিক, পরীক্ষার সন: ১৯৭১, হত্যা: A+, ধর্ষণ: A+, নির্যাতন: A+, লুটপাট: A+, অগ্নিসংযোগ: A+, ফলাফল: ফাঁসি!''

আখতারুজ্জামান আজাদ নামের আরেকজন লিখেছেন, ‘‘ঢাকা ট্রাইব্যুনাল বোর্ড আজ রেজাল্ট দিয়েছে – সতেরো কোটি বাঙালি আজ গোল্ডেন এ প্লাস পেয়েছে, কামারুজ্জামান সব সাবজেক্টে ডাবল জিরো পেয়েছে৷''

অনেকে আবার ফাঁসির রায় দেয়ার জন্য ট্রাইব্যুনালকে এ প্লাস দিয়েছেন৷

তবে এই রায়ে যে সবাই খুশি হয়েছেন তা নয়৷ যেমন জামাত-শিবিরের পেজ বলে খ্যাত বাঁশেরকেল্লায় কামারুজ্জামানের বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ ‘ভিত্তিহীন ও কল্পিত' বলে মন্তব্য করা হয়েছে৷ এছাড়া প্রসিকিউশন সেগুলো প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে বাঁশেরকেল্লা৷

তবে যুদ্ধাপরাধের দায়ে দেয়া রায়গুলো কবে কার্যকর হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্লগার মোঃ মাহমুদুর রহমান৷ সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, ‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটার পর একটা রায় দিয়ে যাচ্ছে৷ কিন্তু আমার প্রশ্ন এই রায় কবে কার্যকর হবে? নাকি এই রায় কার্যকর করতে আরও ৪২ বছর অপেক্ষা করতে হবে (যদি ততদিন উনারা বেচে থাকে)?''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য