1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিকাব নিষিদ্ধের পক্ষে ম্যার্কেল

৭ ডিসেম্বর ২০১৬

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এসেন শহরে তাঁর সিডিইউ দলের সম্মেলনে সরকারের উদ্বাস্তু নীতিতে আরো কড়াকড়ির আভাস দিয়েছেন৷ এর পাশাপাশি নিকাব নিষিদ্ধ করারও ডাক দিয়েছেন৷

https://p.dw.com/p/2TstK
CDU Parteitag - Wahlkampf mit Merkel
ছবি: picture alliance/AA/I. Fassbender

ম্যার্কেল উপস্থিত ১,০০১ জন প্রতিনিধিকে বলেন, গত বছর বিপুল সংখ্যক উদ্বাস্তু যেভাবে সীমান্ত পার হয়ে জার্মানিতে প্রবেশ করেন, তা আর ঘটতে দেওয়া চলে না৷ তাঁর ভাষায়, ‘‘২০১৫ সালের গ্রীষ্মের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে দেওয়া উচিত নয়৷ সেটাই আমাদের ঘোষিত রাজনৈতিক লক্ষ্য ছিল ও থাকবে৷'' কিন্তু সবচেয়ে বেশি করতালি পড়ে ম্যার্কেল যখন বলেন, ‘‘যেখানে আইনগতভাবে সম্ভব, সেখানেই পুরোপুরি মুখ ঢাকা (অর্থাৎ নিকাব) নিষিদ্ধ করতে হবে৷''

ম্যার্কেল বলেছেন, ‘‘আমরা কোনো সমান্তরাল (অর্থাৎ বিকল্প) সমাজ (গড়ে উঠতে দিতে) চাই না এবং যেখানে এ ধরনের সমাজ আছে, আমাদের তার মোকাবিলা করতে হবে৷ পারিবারিক মান-সম্মানের নীতিমালা, সম্প্রদায় বা পরিবারগত রীতিনীতি এবং শরিয়ার চেয়ে আমাদের আইন অগ্রাধিকার পাবে৷ সেটা খুব স্পষ্টভাবে বলে দিতে হবে৷ এর অর্থ এই যে, মানুষ ও মানুষের মধ্যে আদানপ্রদানে আমাদের মুখ দেখাতে হয়, যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এ কারণে নিকাব যথাযথ নয় এবং যেখানে আইনগতভাবে সম্ভব, সেখানেই তা নিষিদ্ধ করা উচিত৷ ওটা আমাদের (সংস্কৃতির) অংশ নয়৷''

ম্যার্কেলের এই বক্তব্য নিয়ে ব্রিটিশ ইউকিপ দলের সাবেক প্রধান নাইজেল ফারাজ টুইটারে লিখেছেন, ‘‘বড় দেরি হয়ে গেছে৷ ঘোড়া পালিয়েছে৷''

জার্মানিতে প্রতিক্রিয়া তীব্র ও প্রত্যাশিত৷ অভিবাসনবিরোধী এএফডি দলের বক্তব্য হলো, ম্যার্কেল তাদের নীতিই আত্মসাৎ করেছেন৷ আর বামদলের বক্তব্য, যেসব দেশে বোরখা চালু আছে, সেসব দেশে অস্ত্র রপ্তানি করে স্বদেশে নিকাব নিষিদ্ধ করার ডাক দেওয়াটা ভণ্ডামি৷

২০১৫ সালে প্রায় দশ লক্ষ উদ্বাস্তু জার্মানিতে আসে৷ তারপর থেকে পাঁচটি প্রাদেশিক নির্বাচনে সিডিইউ দলকে হারতে হয়েছে প্রধানত ম্যার্কেলের উদার উদ্বাস্তু নীতির জন্য৷ সেই কারণে ম্যার্কেলের এই ‘দিক পরিবর্তন' তাঁর সিডিইউ দলকেও অন্তত কিছুটা নতুন প্রেরণা দিয়েছে, নয়তো ম্যার্কেল এসেনের সভায় ১১ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেতেন না৷

অপরদিকে ম্যার্কেল চ্যান্সেলর হিসেবে চতুর্থ কর্মকালের জন্য দলের সমর্থন পেলেও প্রতিনিধিদের ৮৯ দশমিক ৫ শতাংশ তাঁর পক্ষে ভোট দিয়েছেন৷ ২০১৪ সালে দলে তাঁর সমর্থন ছিল ৯৬ দশমিক ৭ শতাংশ৷

এসি/এসিবি (এএফপি, ডিপিএ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান