নির্বাচনের আগে সমঝোতা
৪ সেপ্টেম্বর ২০১৩প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদের শেষ তিন মাসে সংসদ বহাল রেখে সংবিধানের অধীনে নির্বাচনের ঘোষণা দেয়ার পর বুধবার থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন৷ স্বাভাবিকভাবেই, বিএনপি তা প্রত্যাখ্যান করেছে৷ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দলের নেতা-কর্মীদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন৷
এই পরিস্থিতিতে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে যে কথা বলেছেন সেটাই যে তাঁর শেষ কথা, তা মনে হয় না৷ তিনি মনে করেন, নির্বাচনকালীন সরকার নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হবে৷ আর দেশের প্রধান বিরোধী দল বিএনপিও নির্বাচনে অংশ নেবে৷ তারা নির্বাচনের বাইরে থাকবে না৷
তিনি বলেন, নির্বাচনের সময় তারা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন৷ তবে তা কিভাবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না৷ সংসদ বহাল রেখে নির্বোচন হলে তার জন্য এক রকম ব্যবস্থা হবে আর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হলে তার জন্য থাকবে অন্যরকম ব্যবস্থা৷ তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷
এদিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো সংলাপের সম্ভাবনা আছে৷ তবে তা এখন আর তত সহজ হবে না৷ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির রীতিই এমন৷ নানা সংকট এবং চড়াই-উতরাই পার হয়ে শেষ পর্যন্ত সমঝোতা হয়৷ তাই সংলাপও শেষ পর্যন্ত হবে বলেই তাঁর আশা৷ এছাড়া, সব দলের অংশগ্রহণেই শেষ পর্যন্ত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করেন তিনি৷ তাঁর কথায়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়৷