নিষেধাজ্ঞা শিথিলে সংক্রমণ বাড়ছে জার্মানিতে
১০ মে ২০২০জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরা এখন গড়ে একের বেশিজনকে সংক্রমিত করছেন৷ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট-আরকেআই শনিবার জানিয়েছে সংক্রমণের হার এক দশমিক একে পৌঁছেছে৷ বুধবার পর্যন্ত এই হার ছিল মাত্র শূন্য দশমিক ছয়-পাঁচ৷
জার্মানির সরকারের লক্ষ্য ছিল এটি একের নিচে রাখা৷ অর্থাৎ আক্রান্তরা যেন গড়ে একজনেরও কম মানুষকে করোনা ভাইরাসে সংক্রমিত করেন৷ যাতে স্বাস্থ্য সেবার উপরে মাত্রাতিরিক্ত চাপ না পড়ে৷
এর আগে এপ্রিলের মাঝামাঝিতে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সংক্রমণের হারের বিপরীতে দেশটির স্বাস্থ্য সেবার সক্ষমতার চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন, এই হার যদি এক দশমিক এক হয় তাহলে বিদ্যমান স্বাস্থ্য সেবার সক্ষমতার সবটা ব্যবহারে অক্টোবর পর্যন্ত সময় পাওয়া যাবে৷ এটি যদি ২০ ভাগ বেড়ে এক দশমিক দুই হয় তাহলে জুলাইতেই স্বাস্থ্যসেবার সবটুকু সক্ষমতা ব্যবহার করতে হবে৷ সংক্রমণের হার এক দশমিক তিন হলে সেটি আরো এগিয়ে জুনে চলে আসবে৷
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বুধবার ম্যার্কেল নিয়ম কানুনগুলো শিথিলের ঘোষণা দেন৷ তবে শনিবার সংক্রমণের নতুন হারের কথা জানিয়ে সামনের দিনগুলোকে আরো সতর্ক পর্যবেক্ষণে রাখতে বলেছে আরকেআই৷
তাদের হিসাবে শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৫৫১ জনে৷ মারা গেছেন সাত হাজার ৩৬৯ জন৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৩০০ জন৷
আরকেআই এর দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন ১৯ হাজার ৭৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাদের মধ্যে ইনটেনসিভ কেয়ার বা নিবিড় পরিচর্যায় রয়েছেন এক হাজার ৬৫০ জন৷ এক হাজার ২২৬ টি ক্লিনিকে আরো বারো হাজার ৯৬ টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে৷
এফএস/এআই (রয়টার্স, ডিপিএ, এএফপি)