নেমৎসভ-এর হত্যার প্রতিক্রিয়া
২ মার্চ ২০১৫রবিবার ৭০ হাজার মানুষ মস্কোর কেন্দ্রীয় এলাকায় মিছিল করেন; যা আদতে প্রতিবাদ মিছিল হবার কথা ছিল, তা পরিণত হয় শোক মিছিলে৷ কমারসান্ট পত্রিকা বলেছে, ২০১১ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন যখন আবার ক্রেমলিনে প্রত্যাবর্তন করেন, তখন তার বিরুদ্ধে বিরোধীপক্ষের গণপ্রতিবাদেও এতো মানুষ সামিল হননি৷
নেমৎসভ-এর হত্যাকাণ্ড এমন একটি ‘‘মনস্তত্বগত সীমা অতিক্রম করেছে যে, এর পরে রাশিয়া বদলে যেতে বাধ্য'', লিখেছে ভেদোমস্তি বিজনেস ডেইলি তার প্রথম পাতায় প্রকাশিত সম্পাদকীয়তে৷
‘‘নেমৎসভ-এর বিমূঢ় করা হত্যাকাণ্ডের পর বহু মানুষ বলেছেন, আমরা যেন অন্য একটা দেশে জেগে উঠেছি'', লিখেছে গাজেটা.রু ওয়েবসাইট; নেমৎসভ-এর স্মরণে রবিবারের মিছিলকে বলা হয়েছে ‘‘ভয়ের বিরুদ্ধে মিছিল''৷
‘‘বলতে কি, অন্তত এক বছর ধরে আমরা এমন একটা দেশে বেঁচে আছি, যেখানে অন্যভাবে চিন্তা করাটা বিশ্বাসঘাতকতার সমতুল বলে গণ্য করা হয় এবং কিছু মানুষ সেজন্য হত্যা করতেও রাজি৷ মাত্র গতকাল অবধি যারা কথা দিয়ে হত্যা করছিল, আজ তারা বুলেট দিয়ে হত্যা শুরু করেছে'', লিখেছে গাজেটা.রু৷
নোভাইয়া গাজেটা পত্রিকা নেমৎসভ-এর হত্যাকে বর্ণনা করেছে ‘পয়েন্ট অফ নো রিটার্ন' হিসেবে, ‘‘রুশ অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতার এমন একটি ব্যাপক হানি, যার ফলশ্রুতি ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়''৷
তবে জনপ্রিয় ক্রেমলিনপন্থি ট্যাবলয়েড কমসোমোলস্কায়া প্রাভদা-র মতে নেমৎসভ-কে রাজনৈতিক কারণে হত্যা করা হয়নি, কেননা রাশিয়ায় ‘‘বহু মানুষকে অর্থের জন্য হত্যা করা হয়, রাজনীতির জন্য নয়''৷
কমারসান্ট পত্রিকা মন্তব্য করে যে, নেমৎসভ-এর হত্যাকাণ্ড সারা বিশ্বে রাশিয়ার ভাবমূর্তিকে প্রভাবিত করবে, এবং ঠিকমতো তদন্ত না হলে মস্কোর প্রতি কড়া নীতির সমর্থকরা আরো ভালো যুক্তি পাবে৷
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ বিশিষ্ট গ্লোবাল টাইমস ট্যাবলয়েড তার সম্পাদকীয়তে বলেছে, নেমৎসভ-এর হত্যাকাণ্ড রাশিয়ার জাতীয় ঐক্যের ব্যাপক হানি ঘটিয়েছে৷ পত্রিকাটি সাধারণভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা করেছে৷
অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ সোমবার জেনেভায় মিলিত হয়েছেন ইউক্রেন সম্পর্কে আলাপ-আলোচনার জন্য৷ ফটোগ্রাফারদের সামনে প্রথম সাক্ষাতে দু'জনে করমর্দন করেছেন বটে, তবে হাসেননি অথবা বিশেষ কথাবার্তা বলেননি৷
এসি/ডিজি (এএফপি, এপি)