1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পবিত্র মাস শেষ, ব্লগার হত্যা শুরু'

৭ আগস্ট ২০১৫

আবার ব্লগার হত্যা৷ এবার নিহত নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷ কোনো হত্যার পর অপরাধী ধরা না পড়ায় হতাশাই ঝরছে বেশি৷

https://p.dw.com/p/1GBgG
Niloy Neel Screenshot Twitter Blogger Mord Bangladesch
ছবি: Twitter

পুলিশের দেয়া বিবরণ অনুযায়ী, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে নিলয়কে হত্যা করে চার দুর্বৃত্ত৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খুব গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে এ খবর৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, আতঙ্ক ছড়িয়ে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করাই এ ধরণের হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য৷ হত্যাকারীদের শাস্তিও দাবি করেছে মানবাধিকার সংস্থাটি৷

একজন শেয়ার করেছেন নিলয়ের সেই ব্লগপোস্ট, যেখানে তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কার কথা লিখেছিলেন৷ নিলয় লিখেছিলেন দু'জন লোক অনেকটা সময়, অনেকটা পথ তাঁকে সন্দেহজনকভাবে অনুসরণ করেছিল, ঘটনাটি পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু পুলিশ নিরাপত্তা না দিয়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল তাঁকে৷

টুইটারে নিলয় নীলের হত্যাকাণ্ডে শোক এবং ক্ষোভ প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করেছেন অনেকে৷ একজন লিখেছেন, সকালে উঠেই খবরটা শুনে মন দুঃখভারাক্রান্ত হয়ে গেল৷

একজন মনে করছেন, নিলয়ের হত্যা মত প্রকাশের স্বাধীনতার ওপর খুব বড় আঘাত৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নিলয়ও ছিলেন তাঁর সহযোদ্ধা৷ ব্লগার অভিজিৎ হত্যার বিচার দাবিতেও সোচ্চার ছিলেন নিলয়৷ তাঁর প্রাণও গেল দুর্বৃত্তের হাতে৷

আরেকজন অন্যের এক টুইটকে টুইট করে নিলয়ের মর্মান্তিক বিদায়ে হতাশা প্রকাশ করেছেন৷ খবরটি তিনি যাঁর কাছ থেকে জেনেছেন, তাঁর মন্তব্যটা ভীষণ তাৎপর্যপূর্ণ৷ ‘সিয়াম' অর্থাৎ সংযম সাধনার মাস শেষে ঈদ, সেই ঈদের রেশ না কাটতেই আরেক ব্লগার হত্যার খবরটি পরিবেশন করতে গিয়ে তিনি লিখেছেন, ‘পবিত্র মাস শেষ, ব্লগার হত্যা শুরু'৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য