1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে অনলাইন অভিধানের কোনো উদ্যোগ নেই

১৮ ফেব্রুয়ারি ২০২২

অ্যামেরিকাবাসী এক বাঙালি কবির সঙ্গে কথা হচ্ছিল৷ বাংলাভাষায় উৎসাহ এবং পাণ্ডিত্য দুই-ই তার আছে৷ বলছিল, লেখাপত্তর ছেড়ে এবার অভিধান তৈরির কাজ হাতে নিয়েছে৷ ডিজিটাল অভিধান৷

https://p.dw.com/p/47Ewy
প্রতীকী ছবিছবি: picture alliance/ZUMA Press

সুদূর অ্যামেরিকায় বসে এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজনবোধ করেছেন তিনি৷

শিকাগো কোন ছাড়৷ কলকাতা থেকে দুই ঘণ্টার হাওয়াই দূরত্ব দিল্লিতে বসেও সময় সময় ডিজিটাল অভিধানের প্রয়োজন অনুভূত হয়৷ এমন নয় যে, বাড়িতে অভিধান নেই৷ কিন্তু বাংলাভাষার নিত্যনতুন পরিবর্তনে নানা এডিশন, নানা কিসিমের অভিধান হাতে রাখতে ইচ্ছে করে৷

গুগল খুললেই যদি ক্যামব্রিজ পেতে পারি, সংসদ নয় কেন?

আনন্দবাজার সংস্থায় যখন শিক্ষানবীশ হয়ে সাংবাদিকতা শুরু করেছিলাম, মনে পড়ে হাতে একটা মোটা খাম ধরিয়ে দেওয়া হয়েছিল৷ যার ভিতর ‘‘কী লিখবেন, কেন লিখবেন’’ নামের একটি বই৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা৷ এক অগ্রজ সাংবাদিক ঘাড়ে হাত রেখে ঠাট্টা করে বলেছিলেন, ‘‘এটা কেবল একটি বই নয়, এই সংস্থার বেদ-উপনিষদ ধরে নিতে পারো৷ বানান যেন এর মধ্যেই ধরা থাকে৷’’ পরবর্তীকালে দেখেছি, নীরেনবাবুর বেশ কিছু বানানবিধি থেকে সরে এসেছে আনন্দবাজার৷ এ নিয়ে সে সময়ের সম্পাদকের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছিল৷ অনলাইন অভিধান তৈরির কথা হয়েছিল৷ অফিসের ভিতর অন্তত একটি শুরু করা যায় কি? জানি না, কী অবস্থায় এখন আছে সে প্রকল্প৷

স্যমন্তক ঘোষ, ডয়চে ভেলে
স্যমন্তক ঘোষ, ডয়চে ভেলেছবি: privat

কলকাতার আরো দু-একজন বন্ধু অনলাইন অভিধান তৈরির কথা ভাবছে৷ তবে সে সবই এখনো মাতৃজঠরে৷

এই লেখা লিখতে বসে এক স্কুলশিক্ষার কর্মকর্তা আর এক সম্পাদনা সংস্থার কর্তার সঙ্গে কথা হলো৷ দুইজনই অনলাইন অভিধানের প্রবল প্রয়োজনের কথা স্বীকার করলেন৷ কিন্তু প্রকাশনার কোনো ইচ্ছা প্রকাশ করলেন না৷

আসলে সকলের মনেই ভয়, অনলাইন অভিধান নেট জগতে ছেড়ে দিলে পাইরেসি শুরু হয়ে যাবে না তো?

অনলাইন অভিধান দেখার একটি সুযোগ অবশ্য এখনো আছে৷ অনেকেই বিভিন্ন অভিধানের পিডিএফ নেটে ছেড়ে রেখেছেন৷ তবে তা কেবলই পিডিএফ৷ ক্যামব্রিজের মতো নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য