1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাইরেসি

আশীষ চক্রবর্ত্তী১৭ ডিসেম্বর ২০১২

৩১ বছর আগে গেয়েছিলেন ‘আজ থেকে বারোটি বছর’, সেই থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে এম এ শোয়েব একটা বিষয়ে ‘প্রথম’৷ তাঁর গান নিয়ে বেরিয়েছিল বাংলাদেশের প্রথম অডিও ক্যাসেট৷ অথচ এবার তাঁর কণ্ঠ থেকেই ঝরল হতাশা৷

https://p.dw.com/p/173S6
ছবি: Fotolia/dan talson

অনেক দিন ধরে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী৷ তবু দেশে ফিরতেই মহাব্যস্ত৷ এম এ শোয়েব যে বাংলাদেশের প্রথম অডিও ক্যাসেটের শিল্পী সেটা ৩১ বছর পরও তো সত্যি! সেই হিসেবে তাঁর হাত ধরেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশের অডিও শিল্প৷ তাই জানতে চাওয়া হলো সেই ১৯৮১ সালের সঙ্গে হালের অডিও ব্যবসার তফাত কতটা? শ্রোতারা তখন শুধু ভারতীয় শিল্পীদের গান শুনতেন, কিন্তু এখন বাজারে বাংলাদেশের শিল্পীদের অসংখ্য সিডি, ডিভিডি৷ তখনকার তুলনায় শ্রোতা বেড়েছে অনেক৷ সব মিলিয়ে অডিও বাজারের তো রমরমা অবস্থা হওয়ার কথা৷ তা কি হচ্ছে? ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে হতাশা আড়াল করতে পারলেন না এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী এম এ শোয়েব, বললেন, ‘‘না, অডিও ব্যবসার অবস্থা এখন ভালো নয়৷''

BM/171212/Inaterview with MA Shaoib - MP3-Mono

কেন? সিডির বিক্রি কি কমে গেছে? এম এ শোয়েব নিজেই বলছিলেন, ৩১ বছর আগে তাঁর গানের প্রথম ক্যাসেটটির নাকি ৩৮ লক্ষ কপি বিক্রি হয়েছিল৷ সংখ্যাটা সবার কাছেই অবিশ্বাস্য মনে হওয়ার কথা৷ হালের শিল্পীদের হাহাকারের পাশে তা তো আরো বেশি অবিশ্বাস্য৷ কিন্তু শ্রোতা বাড়লেও অডিও ব্যবসার এই হাল কেন? এ ক্ষেত্রে পাইরেসিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেন এম এ শোয়েব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য