1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামিদ মীর এ কী করলেন!

আরাফাতুল ইসলাম আশীষ চক্রবর্ত্তী
১৯ জুন ২০১৭

পাকিস্তানের আলোচিত সাংবাদিক হামিদ মীর সোমবার ছবিসহ এক টুইটে জানিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি'র ভারত এবং পাকিস্তানের মধ্যকার ফাইনাল খেলাটি দেখেছেন এবং পাকিস্তানের বিজয় উদযাপন করেছেন৷

https://p.dw.com/p/2euSM
ICC Champions Trophy Sieger Pakistan
ছবি: Reuters/P. Childs

তবে ছবি দু'টো অনেক পুরনো৷

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে  ভারতের বিপক্ষে পাকিস্তানের বিজয়কে ঐতিহাসিক বলা চলে৷ গত কয়েকবছর ধরে পাকিস্তানে কোন দেশ ক্রিকেট খেলতে যাচ্ছে না৷ সে দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকবার৷ ক্রিকেট ব়্যাকিংয়েও সে দেশের পরিস্থিতি বেশ নাজুক৷ এ রকম অবস্থা থেকে আইসিসির একটি আসরে চ্যাম্পিয়ন হওয়াটা নিঃসন্দেহে এক বড় অর্জন৷

গতকালের এই খেলা নিয়ে ইতোমধ্যে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা গেছে৷ বিশেষ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ায় তাঁর সমালোচনা হচ্ছে বেশি৷ আর পাকিস্তান শুরুতে ব্যাট করে ৩৩৮ রান করার পেছনে ভাগ্যের সহায়তাও ছিল কিছুটা৷ সে ম্যাচে একমাত্র সেঞ্চুরিয়ান ফখর জামান ১১৪ রান করতে গিয়ে শুরুতেই দু'বার জীবন পেয়েছেন৷ ফখর জামান ছাড়াও আরো দু'জন অর্ধশতক করেছেন৷

অন্যদিকে, ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ দ্রুতই ধসে পড়ে৷ ৩৩৮ রান টপকাতে গেলে ভারতকে নতুন রেকর্ড গড়তে হতো৷ অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ফাইনালে এত রান তাড়া করে কোনো দলের জয়ের রেকর্ড নেই৷ কোহলিও মনে করেন, রানের পাহাড় দেখে দলের উপর যে চাপ তৈরি হয়েছিল, তা খেলোয়াড়রা সামলাতে পারেননি৷ ফলে ১৮০ রানের রেকর্ড পরাজয় মনে নিয়েছে ভারত৷

গতকালের এই ঐতিহাসিক জয়কে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে দু'টো পুরনো ছবি দিয়ে টুইট করেছেন পাকিস্তানের আলোচিত সাংবাদিক হামিদ মীর৷ তিনি দাবি করেছেন, এর্দোয়ান গতকালের ম্যাচ দেখেছেন এবং পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷

Arafatul Islam Kommentarbild App
আরাফাতুল ইসলাম

কিন্তু দেখা যাচ্ছে, হামিদ মীর যে ছবি দু'টো প্রকাশ করেছেন, সেগুলো গতবছর তোলা এবং ভারত ও পাকিস্তানের মধ্যকার কোনো খেলার সময়ের নয়, বরং এর্দোয়ান তখন বিমানে বসে কোনো এক ফুটবল ম্যাচ দেখছিলেন৷ কোনোরকম যাচাই-বাছাই ছাড়া হামিদ মীর কেন এই পুরনো ছবি প্রকাশ করলেন, তা এক বিস্ময়৷ তবে এই নিয়ে সমালোচনার পর কোনোরকম কারণ দর্শানো ছাড়াই টুইটটি ডিলিট করে দিয়েছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য