পোশাক শ্রমিকদের মজুরি খুবই কম: জার্মান মন্ত্রী
২৫ জুলাই ২০১৮তিনি বলেন, বাংলাদেশেরপোশাক শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি খুবই কম৷ তাই শ্রমিকদের আয় বাড়াতে সংশ্লিষ্ট কোম্পানি, কর্তৃপক্ষ ও এনজিওদের সঙ্গে জার্মানি কাজ করছে বলে জানান জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷ তবে এক্ষেত্রে ইউরোপীয় ক্রেতাদেরও কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনতে হবে, বলে মনে করেন তিনি৷
বাংলাদেশ সফরে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন৷ রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, বলে মন্তব্য করেন তিনি৷
জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনেন মনে করেন,রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে এখনও অনেক সময় লাগতে পারে৷ তাঁরা নিরাপদে মিয়ানমারে ফিরতে পারবেন বলে এখনও মনে করেন না রোহিঙ্গারা৷ তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে, রোহিঙ্গাদের ফেরার ব্যাপারে মিয়ানমার সরকার ও সাধারণ মানুষের এখনও বেশ আপত্তি আছে৷ সেটি কমাতে ভারত ও চীনের সঙ্গে জার্মানি আলোচনা করছে, বলে জানান জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷
রোহিঙ্গা সংকটের বিষয়টি যেন আন্তর্জাতিক বিশ্বের চোখের আড়ালে পড়ে না যায় সেই বিষয়টি নিশ্চিত করতে চায় জার্মানি৷ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য এবং আগামী বছর থেকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে জার্মানি এই বিষয়ে কাজ করবে বলে জানান আনেন৷ তিনি বলেন, বিশ্বে নতুন কোনো সংকট তৈরি হলে রোহিঙ্গাদের বিষয়টি চাপা পড়ে যেতে পারে বলে আশঙ্কায় আছে বাংলাদেশ৷
রোহিঙ্গাদের ফেরা নিশ্চিত করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷ আন্তর্জাতিক বিশ্বকে এ লক্ষ্যে কাজ করতে হবে বলে জানান তিনি৷
হাও গুই/জেডএইচ