প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে অভিনব প্রতিবাদ
২৭ জানুয়ারি ২০২০যতদূর চোখে পড়ছে শুধু মানুষ৷ প্রজাতন্ত্র দিবসে এ হেন লোকের ঢল তো দেখা যায় রাজপথের প্যারেড দেখার সময়৷ সেই প্যারেড যখন চলছে, তখন সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরের শাহিনবাগের রাস্তা জুড়ে শুধু লোক আর লোক৷ আর তাদের অধিকাংশের হাতে জাতীয় পতাকা৷ বারবার আন্দোলিত হচ্ছে সেই পতাকা৷ রাস্তার শুরুতে বিশাল একটা পোল লাগানো হয়েছে৷ সেখানে রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা জাতীয় পতাকা তুলতেই হাততালিতে ফেটে পড়ল শাহিনবাগ৷ আর জাতীয় পতাকা, আন্দোলিত হাতের মধ্যে দিয়ে উঁকি মারছিল পোস্টারগুলি৷ সেখানেও তিন রঙে আঁকা ভারতের ম্যাপ৷ তার সঙ্গে লেখা 'নো সিএএ, নো এনআরসি৷'
প্রজাতন্ত্র দিবস পালন করে এ হেন প্রতিবাদ কমই দেখেছে দিল্লি৷ শুধু শাহিনবাগ নয়, দিল্লির খুরেজিতেও একইভাবে প্রতিবাদ হয়েছে৷ মুম্বইয়ের নাগপাড়া এলাকায় প্রজাতন্ত্র দিবসের রাত থেকে শুরু হয়েছে অবস্থান প্রতিবাদ৷ মুম্বইয়ের শাহিনবাগ৷ কলকাতায় দক্ষিণের গোলপার্ক থেকে উত্তরের শ্যামবাজার পর্যন্ত মানব শৃঙ্খল হয়েছে৷ মাঝখানে পার্ক সার্কাসও ছুঁয়ে গিয়েছে সেই মানব শৃঙ্খল৷ পার্ক সার্কাসকে বলা হচ্ছে কলকাতার শাহিনবাগ৷ কেরলে তো ৬২০ কিলোমিটার জুড়ে মানব শৃঙ্খল করেছে ক্ষমতাসীন সিপিএম কর্মী ও সমর্থকরা৷ এমনকী অ্যামেরিকার ৩০টি শহরে সিএএ বিরোধী প্রতিবাদ হয়েছে প্রজাতন্ত্র দিবসের দিনে৷
ঐতিহাসিক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু মনে করেন, এই প্রতিবাদ অভিনব৷ ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ''আমার যেটা সব চেয়ে ভালো লাগছে, তা হল, আমাদের সংবিধানের স্পিরিট সাধারণ মানুষ তুলে ধরছেন৷ আমাদের সংবিধানের কিছু অনুচ্ছেদ ইংরেজ আমল থেকে নেওয়া৷ তার অপব্যবহার করে সরকার আসল নীতিবোধকে ধ্বংস করতে চাইছে৷ এ বিষয়ে সতর্ক থাকতে হবে৷ জরুরি অবস্থা, কেন্দ্র কী করে রাজ্যে হস্তক্ষেপ করতে পারে, তা নিয়ে সাবধান থাকা দরকার৷ সামনের দিনে এগুলো নিয়ে ভাবতে হবে ও সুযোগ এলে পরিবর্তন করতে হবে৷ যে ভাবে বিশেষ করে যুব সমাজ সংবিধানের আসল কথা বুঝে প্রতিবাদ জানাচ্ছে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ৷'' তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে সাংবাদিক দীপ্তেন্দ্র রায়চৌধুরীর৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''প্রতিবাদ করা যেতেই পারে। প্রজাতন্দ্র দিবস পালন করে প্রতিবাদ একটা বাড়তি প্রতীকী গুরুত্ব পায়৷ কিন্তু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রতিবাদ এতদিন ধরে করা নিয়ে আমার আপত্তি আছে৷ আমার মনে হয়, তাতে ভবিষ্যতে আসল কারণটা লঘু হয়ে যেতে পারে৷ কারণ, যখন বছর দেড়েক পরে এনআরসিহবে, তখন প্রতিবাদ করতে গেলে মনে হবে, এই ধরনের বিক্ষোভ তো দেখানোই হয়৷ প্রতিবাদকারীদের এই কথাটা ভেবে দেখা উচিত৷''
সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, তারা শাহিনবাগের দাবি মানবে না৷ তারপরেও প্রতিবাদ কমছে না৷ বরং তা দিনে দিনে তীব্র ও অভিনব রূপ নিচ্ছে৷