সেরা ব্লগার
২৮ জুন ২০১২এই নিয়ে আটবার ববস্ এর আয়োজন করলো ডিডাব্লিউ৷ মোট ছয়টি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে এবার৷ প্রায় তিন হাজার আবেদন থেকে সেরা ছয়টি ব্লগ বেছে নেয় কয়েকজন আন্তর্জাতিক জুরির সমন্বয়ে গঠিত একটি প্যানেল৷
প্রথম হওয়া সিগারচির ব্লগের নাম ‘বেদনার জানালা'৷ বিশ্বের ফার্সি ভাষাভাষী বহু লোক এই ব্লগের পাঠক৷ সিগারচি সম্পর্কে একজন জুরি আরাস কামাঙ্গির বলেন, ‘‘সিগারচি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি নাগরিক ও সাংবাদিকদের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করেছেন৷''
ব্লগ লেখার জন্য সিগারচিকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে৷ শেষবার তাঁর বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছিল৷ অবশ্য পরে সেটা কমিয়ে তিন বছর করা হয়৷ কিন্তু এতকিছুর পরও সিগারচির ব্লগ লেখা থেমে থাকেনি৷ তিনি এখন লিখছেন অ্যামেরিকা থেকে৷ এ সম্পর্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিগারচি বলেন, ‘‘আজকাল স্থান কোনো বিষয় নয়৷ ইন্টারনেট আর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের কারণে এখন অ্যামেরিকায় থেকেও ইরানের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানা কোনো ব্যাপারই নয়৷''
‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুড' বা সামাজিক সচেতনতায় প্রযুক্তি – এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে মিশরের ওয়েব পর্টাল ‘হ্যারাসম্যাপ'৷ এই পর্টালে মিশরের নারীরা বেনামে বিভিন্ন যৌন নিগ্রহের ঘটনা আপলোড করতে পারে৷ এরপর এই ঘটনাগুলো কোন অঞ্চলে ঘটেছে সেটা পিনপয়েন্ট করা হয়৷ ফলে ঠিক কোন অঞ্চলে এ ধরণের অপরাধ বেশি ঘটছে তার একটা ধারণা পাওয়া যায়৷ প্রায় পাঁচশো জন এই পর্টাল'এর সঙ্গে জড়িত৷ তাদের একজন রেবেকা চিয়াও পুরস্কার নিতে এসেছিলেন৷ তিনি বলেন, অনেক পুরুষও তাদের সঙ্গে কাজ করছেন৷
এরপর ‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বা সেরা সামাজিক আন্দোলন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়৷ সিরিয়ার ফেসবুক পেজ ‘ফ্রি রাজান' এতে সেরা হয়েছে৷ ব্লগার রাজান গাজাভির নামের এই পেজটি সিরিয়ার জেলে বন্দি ব্লগারদের উৎসর্গ করা হয়েছে৷ ব্লগার রাজানকেও বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে৷
‘বেস্ট ভিডিও চ্যানেল' বা সেরা ভিডিও চ্যানেল ক্যাটাগরিতে প্রথম হয়েছে ‘কুয়াং কুয়াং'৷ বেইজিং এর কার্টুনিস্ট ওয়াং বো এই চ্যানেলের মাধ্যমে চীনা সমাজের বিভিন্ন অবিচারের কাহিনি তুলে ধরছেন৷ কার্টুন চরিত্র তৈরির মাধ্যমে মজার উপায়ে তিনি এ কাজ করে যাচ্ছেন৷ যেমন ভেজাল শিশুখাদ্য, বিখ্যাত চীনা শিল্পী আই ওয়ে ওয়ে'র গুম হয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে সোচ্চার ওয়াং বো'র চ্যানেল৷
‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড: এডুকেশন অ্যান্ড কালচার' ক্যাটাগরিতে সেরা হয়েছে মালি'র ব্লগ ‘ফাসোকান'৷ ফ্রেঞ্চ ও একটি আফ্রিকান স্থানীয় ভাষার এই ব্লগের নির্মাতা বুকারি কোনাতে৷ এই শিক্ষামূলক ব্লগের মাধ্যমে তিনি ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহারের উপায় শিখিয়ে থাকেন৷
‘রিপোটার্স উইদাউট বডার্স'এর দেয়া বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা ব্লগার আবু সুফিয়ান৷ বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে তার ব্লগ বেশ সোচ্চার৷ পুরস্কার নেয়ার সময় সুফিয়ান স্বীকার করেন, তাঁর কাজটা বিপজ্জনক৷ ‘‘কিন্তু কাউকে না কাউকে এই চ্যালেঞ্জটা নিতে হবে৷ আমি তাদের একজন,'' বলেন সুফিয়ান৷
প্রতিবেদন: সিলকে ভুনশ / জেডএইচ
সম্পাদনা: দেবারতি গুহ