1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সঞ্জয় দত্তের সাজা

২১ মার্চ ২০১৩

অবৈধ অস্ত্র রাখার দায়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভারতের সুপ্রিম কোর্ট৷ দত্তের বিরুদ্ধে এই মামলাটি মুম্বইয়ে ১৯৯৩ সালে সন্ত্রাসী হামলায় ২৫৭ ব্যক্তি নিহতের ঘটনার সঙ্গে সম্পৃক্ত৷

https://p.dw.com/p/181Ah
ছবি: picture alliance/AP Photo

রায় ঘোষণার পর আদালত সঞ্জয় দত্তকে চার সপ্তাহের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন কিছু মানুষের কাছ থেকে তিনটি স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি পিস্তল সংগ্রহ করেছিলেন, যারা পরবর্তীকালে মুম্বই বোমা হামলার দায়ে অভিযুক্ত হয়েছে৷

এখানে বলা প্রয়োজন, মুম্বই বোমা হামলা মামলার শুনানি গত ১৮ বছর ধরে চলেছে৷ তবে দত্ত মুম্বই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছেন, তিনি সেই হামলার বিষয়ে কিছুই জানতেন না, আর অস্ত্র তিনি নিয়েছিলেন নিজের পরিবারের সুরক্ষায়৷ তাঁর মা ছিলেন মুসলমান এবং বাবা হিন্দু৷ মুম্বইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালে তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল৷ সেই হুমকির প্রেক্ষিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অস্ত্র সংগ্রহ করেন দত্ত৷

Filmszenen aus dem Film Agneepath
‘অগ্নিপথ’ ছবির একটি দৃশ্যে সঞ্জয় দত্তছবি: Eros International

সুপ্রিম কোর্ট এর আগে দত্তকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার ঘোষিত রায়ে সাজার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়েছে৷ এই মামলায় অবশ্য ২০০৭ সালের নভেম্বরে জামিন লাভের আগে ১৮ মাস কারাভোগ করেছেন দত্ত৷

অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হলেও এর আগে আদালত দত্তকে সন্ত্রাসবাদ আর ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ থেকে রেহাই দিয়েছে৷

দত্তের আইনজীবী সতীশ মানেশিন্দে জানিয়েছেন, ৫৩ বছর বয়সি দত্ত পরবর্তী কর্মপন্থা নির্ধারনের আগে কিছুটা সময় নেবেন৷

উল্লেখ্য, আইনি জটিলতা এবং কারাভোগ সত্ত্বেও গত দুই দশকে বলিউডে শক্ত অবস্থান গড়ে তোলেন সঞ্জয় দত্ত৷ ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধী'র অসহিংস আন্দোলনকে ছবির মাধ্যমে আবারো জনতার মাঝে পৌঁছে দিয়েছেন তিনি৷ পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে নায়ক, খলনায়ক এমনকি কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা৷ এই মুহূর্তেও বেশ কিছু ছবির কাজে জড়িয়ে রয়েছেন তিনি৷ ফলে তাঁর অনুপস্থিতিতে অনেক প্রযোজক সমস্যায় পড়বেন বলে ধরে নেওয়া হচ্ছে৷

এআই / এসবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য