1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়ের সংস্কৃতিতে বাধাগ্রস্ত শিল্পের চর্চা

২৪ এপ্রিল ২০১৮

২০১৩ সাল থেকে উগ্র ও জঙ্গিবাদী হামলায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন৷ এসব হামলার মূল লক্ষ্য ছিল ব্লগার, ভিন্ন ধর্মাবলম্বী, মুক্তমনা মানুষ ও নাস্তিকরা৷

https://p.dw.com/p/2wa3H
Bangladesch - die Stunde der Islamisten
ছবি: DW/S. Petersmann

‘‘জীবন সুন্দর, কিন্তু কখনো তা অভিশাপের মতো,'' দীর্ঘনিঃশ্বাস পারভেজ হাসান রিগানের৷ এই তরুণ আঁকিয়েকেও বহুদিন ধারালো অস্ত্রের ভয় তাড়া করেছিল৷ তাই মুখ ঢাকার জন্য হেলমেট ছিল নিত্যসঙ্গী৷ কিন্তু কয়দিন? তাই এক সময় হেলমেট খুলে রেখেছেন তিনি৷

রক্তাক্ত বুট

পত্রিকায় কার্টুন এঁকে জীবন ধারণ করেন এই তরুণ শিল্পী৷ তাঁর ব্যক্তিগত পছন্দের একটি পেইন্টিং হলো, নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি এক সেনাসদস্যের বুটের রক্ত মুছে দিচ্ছেন৷ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষাপটকে তুলে ধরতে এই ছবিটি মোক্ষম বলে মনে করেন তিনি৷ তবে এমন ছবি কি বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো আঁকা সম্ভব? রিগান তা মনে করেন না৷

সেল্ফ সেন্সরশিপ

বাংলাদেশে যখন একের পর এক ব্লগারকে  হত্যা  করা হচ্ছিলো, তখন রিগান তাঁর পত্রিকার সম্পাদকের কাছে জানতে চেয়েছিলেন, এবার তাদের নিয়ে কার্টুন আঁকবেন কিনা৷ ‘‘কিন্তু তিনি তেমন আগ্রহ দেখালেন না,'' বলছিলেন তিনি৷

Bangladesch - die Stunde der Islamisten
ছবি: DW/S. Petersmann

খুব শিঘ্রই বাংলাদেশে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আওয়ামী লীগ এরই মধ্যে প্রায় এক দশক সরকারে রয়েছে৷ বিরোধীপক্ষের দাবি, তারা দেশে মোটামুটি স্বৈরতন্ত্র কায়েম করে চলেছে৷ তারা বলছে, তাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে৷ অনেকেই জেল খাটছেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে তারা৷

সংবিধান অনুযায়ী, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ৷ কিন্তু এদেশে অনেক ইসলামী দল আছে, যারা ইসলামী শাসন কায়েম করতে চায়৷ মুক্তমনাদের ওপর হামলার পর অনেক ব্লগার দেশ ছেড়েছেন৷

ফোনে হুমকি

ফটোগ্রাফার কাকলি প্রধান ও তাঁর স্বামীও ফোনে হুমকি পেয়েছেন৷

‘‘আমার স্বামী একজন নামকরা টেলিভিশন সাংবাদিক৷ তিনি লেখেনও,'' ডয়চে ভেলেকে বলছিলেন তিনি৷

Hindu minority is under attack

‘‘তিনি প্রগতিশীলতার কথা লিখেছেন৷ অনেক প্রগতিশীল বিষয়ে আলোচনা করেছেন৷ তাতে অযৌক্তিকভাবে কারো কারো মনে হয়েছে তিনি ঠিক কাজটি করেননি৷ তাই তারা হুমকি দিয়েছেন৷'' তবে সেগুলো এখন বন্ধ হয়েছে বলে জানান তিনি৷

‘‘আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি বটে, কিন্তু এখনো প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে পারিনি৷'' তিনি দূর দূরান্তে ক্যামেরা হাতে ছুটে বেড়ান৷ কাজ করেন নারীদের নিয়ে৷ ‘‘নারীদের দমিয়ে রাখতে অনেকেই চেষ্টা করেন৷ তারা ধর্মেরও দোহাই দেন৷'' বলছিলেন তিনি৷

ঔপনিবেশিক মানসিকতা

কাকলি মনে করেন, মানুষ এখনো ঔপনিবেশিক যুগ থেকে বেরুতে পারেনি৷

‘‘শাসকরা শাসন করবে, তারা মানুষের সেবক নন, এই ঔপনিবেশিক মানসিকতা এখনো দক্ষিণ এশিয়ায় বিরাজ করে৷ আমাদের রাজনীতিকরাও তাই শাসকের ভুমিকায় অবতীর্ণ হন৷''

Bangladesch - die Stunde der Islamisten
ছবি: DW/S. Petersmann

রিগানেরও প্রায় এমনই ধারণা৷ ‘‘আমাদের সমাজ অন্ধকারের দিকে ছুটছে৷'' বিশ্বাস করেন রিগান৷ ‘‘কেন বললাম? কারণ, এখানে সবকিছুতেই রাজনৈতিক মেরুকরণ হয়৷ এভাবে দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি করছি আমরা৷'' অসহিষ্ণুতার এক সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মনে হয় তাঁর৷

‘‘এখানে হয় আপনি সরকারি দলের, না হয় বিরোধী দলের, মুসলিম, না হয় হিন্দু, কিংবা সাদা বা কালো৷ মাঝামাঝি কিছু নেই৷''

মডেল ছাড়াই নগ্ন ছবি

ন্যুড পেইন্টিং বা নগ্ন ছবি আঁকায় রিগানের আগ্রহ৷ কিন্তু বাংলাদেশে এই ছবির তেমন একটা বাজার নেই৷ তিনি কখনো আসল মডেল নিয়ে কাজ করেননি৷ ‘‘এখানে মানুষ নগ্ন হওয়া বা অন্যকে নগ্ন দেখার কথা চিন্তাও করতে পারে না৷ এটাই আমাদের সংস্কৃতি৷''

Bangladesch - die Stunde der Islamisten
ছবি: DW/S. Petersmann

এই তরুণ শিল্পী নিজের ট্যাবলেট থেকে ছবি দেখে দেখে পেইন্টিং করেন৷ বিখ্যাত ইটালীয় শিল্পী মিকেলেঞ্জেলো তাঁর প্রিয়৷

যতদূর জানা যায়, ঢাকায় এ পর্যন্ত একটি বড় আকারে ন্যুড ছবির প্রদর্শনীয় হয়েছে৷ ২০১৬ সালের এই প্রদর্শনীটি হয়েছে অলিয়ঁস ফ্রঁসেসে৷ তিনি প্রায়ই ইউরোপের কথা চিন্তা করেন৷ বলেন, ‘‘শিল্প সবার জন্য উন্মুক্ত থাকা উচিত৷''

সান্দ্রা পেটার্সমান/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য