1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে হাজারেরও বেশি কন্যাশিশু ধর্ষণের শিকার

২৭ মার্চ ২০২২

২০২১ সালে বাংলাদেশে অন্তত এক হাজার ১১৭ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে৷ হত্যা করা হয়েছে ২৭২ জনকে৷ জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নামে একটি সংগঠনের প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে৷

https://p.dw.com/p/495qx
Bangladesch Proteste gegen Vergewaltigung und sexuelle Belästigung von Frauen
ছবি: Sazzad Hossain/DW

বাংলাদেশে কন্যাশিশুদের উপর একের পর এক নির্যাতনের খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে৷ প্রতিনিয়ত যৌন নিপীড়ন, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, হত্যার শিকার হচ্ছে তারা৷ বন্ধ হচ্ছে না বাল্যবিবাহের ঘটনাও৷ গণমাধ্যমে প্রকাশিত এমন সব তথ্য নিয়ে পরিসংখ্যান প্রকাশ করে আসছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম৷

সংগঠনটির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে কন্যাশিশুদের উপর যৌন নিপীড়িন ও নির্যাতনের ঘটনা ছিল ১১৬টি৷ এর মধ্যে ৮৮ শিশু যৌন নিপীড়ন ভোগ করেছে৷ ২৮ কন্যাশিশু পর্নোগ্রাফির শিকার হয়েছে৷

সবচেয়ে ভয়াহ চিত্রটি উঠে এসেছে ধর্ষণের পরিসংখ্যানে৷ গত বছর সারাদেশে এক হাজার ১১৭ কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে৷ ১০০ শিশুই ছিল বিশেষ চাহিদা সম্পন্ন৷ মসজিদ, মাদ্রাসাতেও ধর্ষণের শিকার হয়েছে ১০ জন৷ ১৫৫টি শিশু দলগত ধর্ষণের শিকার হয়েছে৷ ধর্ষণের কারণে পাঁচজন প্রাণ হারিয়েছে৷ ধর্ষণের পর ৪৫ জনকে হত্যা করা হয়েছে৷ চার শিশু নিজেরা আত্মহত্যা পথ বেছে নিয়েছে৷ 

২৭২ কন্যাশিশুকে গত বছর হত্যা করা হয়েছে৷ এদের মধ্যে ৩৭ জনকে পূর্ব শত্রুতার কারণে, ১৩৪ জন পারিবারিক বিরোধে, ৪৫ জন ধর্ষণের পরে, ২৭ জনকে প্রেমের কারণে, নয়জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়৷ আট অপহৃত শিশু, পাঁচ গৃহকর্মী হত্যার শিকার হয়েছে৷ এছাড়া নির্যাতন, নিপীড়ন, সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন কারণে ২০২১ সালে ২৪২ শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷

গত বছর গৃহকর্মে নিযুক্ত ৩৫ কন্যাশিশু নির্যাতন ভোগ করেছে৷ যাদের মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছে৷ মসজিদ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান শাস্তির নামে নির্যাতন কিংবা যৌন নিপীড়নের শিকার হয়েছে আরো আট শিশু৷ বন্ধ হয়নি মেয়েদের উপর এসিড সন্ত্রাসও৷ ২০২১ সালে ১০ কন্যাশিশুর শরীরে এসিড ছোঁড়া হয়েছে৷ 

২০২১ সালে ১৯৭ জন মেয়ে শিশুকে অপহরণ ও নয় শিশুকে পাচার করা হয়েছে৷ অপহরণের পর ১০৬ জনকে উদ্ধার করা গেছে৷ পাচার হওয়া নয়জনের মধ্যে উদ্ধার হয়েছে মাত্র তিনজন৷

কন্যাশিশুরা গৃহেও নির্যাতনের শিকার হচ্ছে৷ এরমধ্যে স্বামীর নির্যাতনের শিকার ছয়জন, ১৮ জন নিজ বাড়ি, ছয়জন আত্মীয় স্বজনের বাড়িতে নির্যাতন ভোগ করেছে৷ ৪৭টি ইভ টিজিংয়ের ঘটনা নথিভুক্ত করেছে সংগঠনটি৷

পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ১৩ কন্যাশিশুকে বাল্যবিয়ে দেয়া হয়েছে৷ ৮৭ শিশুকে বিয়ে থেকে উদ্ধার করা হয়েছে৷

সংবাদপত্রে উঠে আসা খবর থেকে কন্যাশিশুর প্রতি অবহেলাজনিত ৩৫টি ঘটনা তালিকাভুক্ত করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম৷ ৩৩ টি ক্ষেত্রে পরিবারের কাছ থেকে তারা পরিত্যাক্ত হয়েছে, দুইটি ক্ষেত্রে শিশুদের বিক্রি করে দেয়ার ঘটনাও ঘটেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য