বাংলাদেশে কমছে ডেঙ্গু রোগী
৬ সেপ্টেম্বর ২০১৯স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টার সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন৷ বুধবার এই সংখ্যা ছিল ৮২০ জন এবং তার আগের দিন মঙ্গলবার ছিল ৭৮৩ জন৷
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকায় ৩৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন৷ এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার পাঁচ জন৷ এরমধ্যে ঢাকায় ৫৯১ জন এবং ঢাকার বাইরে ৪১৪ জন৷
গত বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৯৭৪ জন এবং মঙ্গলবার ৯৬৮ জন৷
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে ৩৩৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন৷ বুধবার চিকিৎসাধীন ছিলেন তিন হাজার ৫৮৮ জন এবং মঙ্গলবার তিন হাজার ৭৪৬ জন৷
ঠিক এক মাস আগে ৫ আগস্ট ডেঙ্গু পরিস্থিতি অন্য রকম ছিলো৷ ৪ অগাস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ তখন সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাত হাজার ৬৫৮ জন৷
ডেঙ্গু জ্বর নিয়ে আগস্টের প্রথম পাঁচ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন নয় হাজার ছয় জন৷ অন্যদিকে চলতি মাসের প্রথম পাঁচ দিন তিন হাজার ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷
কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ২০১৯ সালের প্রথম দিন থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ আর এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭৯০ জন৷
সরকারি হিসাবে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)৷
তবে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে বিভিন্ন হাসপাতাল থেকে ১৯২টি মৃত্যুর তথ্যে এসেছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷
এসআই/কেমএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)