1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনায় আরো একজনের মৃত্যু

২১ মার্চ ২০২০

বাংলাদেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

https://p.dw.com/p/3ZpVK
ছবি: Reuters/D. Ruvic

এ নিয়ে করোনা ভাইরাসে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। আজ আরো চার জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৪ জনে৷

মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রয়েছেন ৫০ জন, এছাড়া বিভিন্ন জেলা উপজেলায় কোয়ারান্টিনে রয়েছেন আরো প্রায় ১৪ হাজার মানুষ৷

১ মার্চ থেকে যারা দেশে ফিরেছেন তাদের তালিকা বিমান মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী৷ এ তালিকা সারা দেশে পাঠানো হয়েছে৷ অনেকে কোয়ারান্টিনে থাকছেন না বা আত্মগোপণ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের জোর করে কোয়ারান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হবে

শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করোনো সংক্রমণের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানান মন্ত্রী৷

বিয়ে, খেলাধুলা, সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশ সীমিত এবং পারলে বন্ধ করে দেয়ার আহ্বান জানান মন্ত্রী৷

চীন থেকে ডাক্তার আনার পরিকল্পনা

চীন থেকে ডাক্তার-নার্স যারা উহানে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজ করেছেন, তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়৷ তারা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেবেন, অভিজ্ঞতা জানাবেন৷ পাশাপাশি হাসপাতালগুলোতে আর কী কী প্রয়োজন, সেটিও তাদের কাছ থেকে জানবে বাংলাদেশ সরকার৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মন্ত্রী৷

এরই মধ্যে চীন থেকে ১০ হাজার টেস্ট কিট বাংলাদেশকে দিয়েছে চীন৷ তিন লাখ মাস্কসহ আরো বেশকিছু প্রয়োজনীয় সরঞ্জাম আসছে চীন থেকে৷

সংবাদ সম্মেলনেই ভিড়

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোশ্যাল আইসোলেশন বা সামাজিকভাবে একে অপরের চেয়ে দূরে থাকার কথা বলা হলেও সংবাদ সম্মেলনে মন্ত্রী আশেপাশে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-অধিদপ্তরের অনেকে৷ সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক৷

উত্তরে মন্ত্রী জানান, দ্রুতই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি৷

এডিকে/এফএস