1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেরে গেল বায়ার্ন

৮ আগস্ট ২০১৪

খেলায় হারজিত রয়েছে৷ কিন্তু প্রবল পরাক্রমশালী বায়ার্ন মিউনিখ দলের পরাজয় অবশ্যই একটা বড় খবর৷ তাও অ্যামেরিকায় এক প্রদর্শনী ম্যাচে৷ মার্কিন পেশাদারি খেলোয়াড়দের এক সম্মিলিত টিমের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে হারলো বায়ার্ন৷

https://p.dw.com/p/1Cqui
USA Tour Bayern München Fans
ছবি: picture-alliance/dpa

অ্যামেরিকার ‘মেজর লিগ সকার অল স্টার্স' বনাম জার্মানির বায়ার্ন মিউনিখ৷ জার্মান সময় বৃহস্পতিবার সকালে পোর্টল্যান্ড শহরে ম্যাচ শুরু হওয়ার আট মিনিট পর প্রথম গোলটি করেন বায়ার্নের রোব্যার্ট লেভান্ডভস্কি৷ ৫১ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন বিপক্ষ দলের ব্র্যাডলি রাইট ফিলিপস – যিনি খেলেন নিউ ইয়র্ক রেড বুলস ক্লাবের হয়ে৷ তারপর ৭০ মিনিটের মাথায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ক্লাবের স্ট্রাইকার ল্যান্ডন ডনোভান-এর গোল ম্যাচের ইতি টেনে আনে৷ বায়ার্ন আর সেই গোল শোধ করতে পারেনি৷

এই ডনোভান আবার ২০০৯ সালে বায়ার্নে খেলতে গিয়েছিলেন৷ তবে কয়েক মাস পরেই ক্লাব তাঁকে ফেরত পাঠায়৷ ফলে এই গোল তাঁর কাছে প্রতিশোধের একটা সুযোগ করে দিলো৷ তাছাড়া সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে তিনি মার্কিন জাতীয় দলে খেলার সুযোগ পাননি৷ দলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান তাঁকে খেলাতে চাননি৷ বিশ্বকাপ-জয়ী জার্মানদের বিরুদ্ধে জয়সূচক গোল করে তিনি নিজের দক্ষতারও পরিচয় দিতে পারলেন৷ ডনোভান বলেন, বায়ার্নকে হারানো যে কোনো সময়ই বড় ব্যাপার৷

USA Tour Bayern München vs All Star Mannschaft
কর্নার কিক নিচ্ছেন বায়ার্ন মিউনিখের শাকিরিছবি: picture-alliance/dpa

প্রদর্শনী ম্যাচে হারজিতের তেমন গুরুত্ব থাকার কথা নয়৷ তবে বায়ার্নের কোচ পেপ গুয়ার্দিওলা ক্লাবের অ্যামেরিকা সফর নিয়ে অত্যন্ত অস্বস্তিতে ভুগছেন৷ ব্রাজিলে যে জার্মান জাতীয় দল সবে বিশ্বকাপ জিতেছে, তার অনেক খেলোয়াড়ই বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন৷ সেই টিমের পরাজয় হজম করা বেশ কঠিন৷ তার উপর ম্যাচে রেফারি-র অনেক সিদ্ধান্ত নিয়ে গুয়ার্দিওলা প্রকাশ্যে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা নিয়ে জলঘোলা হচ্ছে৷ ম্যাচের শেষে তিনি প্রতিপক্ষ দলের কোচ কেলেব পোর্টার-এর সঙ্গে করমর্দনও করেন নি৷ ফলে মার্কিন টেলিভিশনের ধারাভাষ্যে তাঁর আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে৷ গুয়ার্দিওলা অবশ্য পরে কেবিনে ফিরে পোর্টার-এর সঙ্গে করমর্দন করেন৷ পোর্টার নিজেও বিষয়টি নিয়ে হইচই করতে চান না৷ তিনি বলেন, পরাজয়ের পর বায়ার্ন শিবিরের হতাশা খুবই স্বাভাবিক৷ তাঁর দল বায়ার্নের খেলোয়াড় ও কোচকে খুবই শ্রদ্ধা করে৷

এসবি/ডিজি (এএফপি, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য