1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারপতি মানিক

৯ জুন ২০১২

বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ইমপিচমেন্টের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দরকার নেই বলে মনে করেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

https://p.dw.com/p/15BJ3
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ইতিমধ্যেই রুলিং দেয়ার কথা বলেছেন৷ তিনি আশা করেন সেই রুলিং-এর মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির নিরসন হবে৷ রোববার স্পিকার এই রুলিং দিতে পারেন৷

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সংসদের স্পিকারকে কটুক্তি করার পর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ এ নিয়ে সংসদে দুই দিন আলোচনা হয়৷ আর এরইমধ্যে বিচারপতিকে ইমপিচমেন্ট করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন সংসদ সদস্যরা৷ কিন্তু আজ আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রয়োজন পড়বে না৷ স্পিকার ইতিমধ্যেই সংসদে রুলিং দেয়ার কথা বলেছেন৷ তাঁর আশা এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে৷

একজন আইনজীবীও রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন৷ এ বিষয়ে আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি আইনজীবীর আবেদনকে দুঃখজনক বলে মন্তব্য করেন৷ তিনি বলেন এ ধরণের আবেদনকে প্রশ্রয় দেয়া হলে সবাই গিয়ে বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ দেয়া শুরু করবে৷

আইন মন্ত্রী বলেন, সংবিধান হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি ৷ আর এই সংবিধানেই জাতীয় সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের দায়িত্ব এবং এখতিয়ার দেয়া আছে৷ তিনি আশা করেন সবাই যার যার এখতিয়ারের মধ্যে কাজ করবেন৷

স্পিকার রোববার জাতীয় সংসদে রুলিং দেবেন বলে জানা গেছে৷ আইন মন্ত্রী মনে করেন, স্পিকার যে রুলিং দেবেন তাতে সব পক্ষের মান-মর্যাদা রক্ষা পাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য