1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ২০২২: কাতারের বিপক্ষে ইকুয়েডরের জোড়া গোলের জয়

২০ নভেম্বর ২০২২

বিশ্বকাপের মহারণের প্রথম জয় ছিনিয়ে নিলো লাতিন অ্যামেরিকার দেশ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অধিনায়কের জোড়া গোলে জয় দিয়ে যাত্রা শুরু ইকুয়েডরের৷

https://p.dw.com/p/4Jo2a
জোড়া গোলে ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ইকুয়েডর
জোড়া গোলে ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ইকুয়েডরছবি: KARIM JAAFAR/AFP

স্বাগতিক প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে দিলেন ভালেন্সিয়া, দোমিনগেজ, তোরেসরা৷

প্রায় আট বছর পরবিশ্বকাপ খেলতে নেমেজাত চেনালেন ভালেন্সিয়ারা৷ প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় ইকুয়েডর৷

তিন মিনিটের মাথায় এ বারের বিশ্বকাপের প্রথম গোলটি হয়েছিল এমনটাই ভেবেছিলেন দর্শকরা৷ মাঝমাঠ থেকে সোজাসুজি ফ্রি কিক৷ এনের ভালেন্সিয়ার হেডে তিন মিনিটেই বল কাতারের জালে গড়ায়৷ এবারের বিশ্বকাপের প্রথম গোল ভেবে উদযাপনে মেতে ওঠেন ইকুয়েডরের খেলোয়াড়েরা৷ উল্লাসে মাতেন তাদের সমর্থকেরা৷ কিন্তু মিনিট খানেকের মধ্যেই অধিনায়কের গোলটি অফসাইড জানিয়ে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি৷

মাঠের রেফারিও ফের দেখে সিদ্ধান্ত বদলান৷ গোল বাতিল হয় ইকুয়েডরের৷ প্রথমেই বড় অস্বস্তিতে থেকে রক্ষা পায় কাতার৷ কিন্তু লাতিন অ্যামেরিকার দেশটি হাল ছাড়েনি।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোলকিপার বক্সে ফাউল করেন৷ ভালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দেন দলকে৷ অধিনায়কের গোলে ১-০-তে এগিয়ে যায় ইকুয়েডর৷

অধিনায়কোচিতভাবে দলকে আবারও এগিয়ে দেন ভালেন্সিয়া৷ ৩২ মিনিটের মাথায় ফের তার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইকুয়েডর৷

পাঁচ ডিফেন্ডার নামিয়েও রীতিমতো নাকানিচোবানি খাচ্ছিল কাতার৷ এনার ভালেন্সিয়াকে তারা কঠোরভাবে ট্যাকল করার চেষ্টা করে৷ প্রথমার্ধের আগে ইকুয়েডর অধিনায়ক হাঁটুতে চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠও ছাড়েন৷ বিরতির মিনিট আগে গোলের ভালো একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কাতার৷

দ্বিতীয়ার্ধে কাতারের গোলকিপার আল সিব রোমারিও ইবারার একটি দুর্দান্ত শট বাঁচিয়ে দেন৷ ইবারার পরিবর্তে মাঠে নামেন জেরেমি।

ম্যাচ বাঁচাতে অধিনায়ককে তুলে নেয় কাতার৷ জোড়া পরিবর্তন করে তারা৷ আল হেদোস এবং আলমোজ আলির পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ওয়াদ ও মোহাম্মদ মুন্তারিকে৷ কিন্তু তারাও তেমন কোন পরিবর্তন আনতে পারেনি ফলাফলে৷

জোড়া গোলে ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ইকুয়েডর৷

এর আগে একই স্টেডিয়ামে আল বাইতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন হয়৷ সোমবার গ্রুপ বি এর ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে ইরানের৷ আর গ্রুপ এ থেকে সেনেগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে৷

আরকেসি/এফএস (ফিফা টিভি)