1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতির বলি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জানুয়ারি ২০১৩

গতমাসে বিরোধী দলের অবরোধে সরকার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে নিহত বিশ্বজিৎ দাসের লাশের ফের ময়নাতদন্ত দাবি করেছেন তাঁর পরিবার৷ তারা অভিযোগ করেছেন, মামলা দুর্বল করার জন্য নানা ছলচাতুরীর আশ্রয় নেয়া হচ্ছে৷

https://p.dw.com/p/17Ecr
ছবি: Reuters

গত ৯ই ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে নিরীহ বিশ্বজিৎ দাসকে পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ তিনি তাঁর ধর্মীয় ও দর্জি দোকানদারের পেশাগত পরিচয় দিয়ে জীবন বাঁচাতে পারেননি৷ তাঁকে উপর্যুপরি ধারাল অস্ত্র, চাপাতির আঘাতে হত্যা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে মাত্র একটি চাকুর আঘাতের কথা উল্লেখ করা হয়েছে৷ যা বিস্মিত করেছে বিশ্বজিতের পরিবারকে৷ তাঁর ভাই উত্তম দাস ডয়চে ভেলেকে বলেন, মামলা দুর্বল করতেই উদ্দেশ্যমূলকভাবে এরকম বানোয়াট ময়নাতদন্ত রিপোর্ট দেয়া হয়েছে৷ তিনি তাঁর ভাইয়ের লাশের ফের ময়না তদন্ত দাবি করেন৷

প্রসঙ্গত, এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে৷ তারা আদালতে দেয়া জবানবন্দিতে বিশ্বজিৎ দাসকে উপর্যুপরি কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে৷ কিন্তু পুলিশ বাকি আসামিদের গ্রেফতারে এখন আর তেমন গা করছেনা বলে অভিযোগ করেছেন উত্তম দাস৷

উত্তম দাস জানান, প্রকাশ্য দিবালোকে তাঁর ভাইকে যখন হত্যা করা হয়, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে৷ তাঁকে রক্ষার কোন উদ্যোগ নেয়নি৷ আর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাঁর চিকিৎসা করেনি৷ এই অপরাধেরও বিচার দাবি করেন নিহতের পরিবার৷

উত্তম জানান, দুই ভাই মিলে তারা তাদের বাবা-মাসহ পুরো পরিবারের ভরণপোষণ করতেন৷ এখন তিনি একা হয়ে পড়েছেন৷ আর তাঁর নিজের দোকানও তিনি ঠিকমত চালাতে পারছেন না বাবা- মা অসুস্থ হয়ে পড়ায়৷ সব মিলিয়ে এখন তাদের পরবারে নেমে এসেছে এক চরম বিপর্যয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য