1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেশি করের প্রস্তাবে রাজি অ্যামাজন-কর্তা

৭ এপ্রিল ২০২১

বাইডেনের প্রস্তাব সমর্থন করলেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তার মতে, পরিকাঠামোর উন্নতির জন্য বিনিয়োগ দরকার।

https://p.dw.com/p/3reZd
বাইডেনের প্রস্তাব সমর্থন করলেন জেফ বেজোস। ছবি: picture-alliance/AP Photo/T. S. Warren

বাইডেনের প্রস্তাবের পক্ষে অ্যামাজন কর্তা জেফ বেজোস। বড় কর্পোরেটের উপর করের পরিমাণ বাড়িয়ে দেশের পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা করেছেন তিনি। বাইডেন জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের উপর কর বসাবেন না। কিন্তু কর্পোরেটের কর প্রায় সাত শতাংশ বাড়াতে চান তিনি। বাইডেন বিশেষ করে অ্যামাজনের কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, তারা কোনো কর দেয় না। কর্পোরেট কর বাড়িয়ে বাইডেন দুই দশমিক তিন ট্রিলিয়ান ডলারের পরিকল্পনা রূপায়ণ করতে চান।

এরই জবাবে বিশ্বের অন্যতম ধনী জেফ বেজোস বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনাকে সমর্থন করেন। কর্পোরেট কর বাড়ানোর প্রস্তাবে তার সায় আছে। অ্যামেরিকার পরিকাঠামোয় বাইডেন যেভাবে বিনিয়োগ করতে চাইছেন, তা তিনি সমর্থন করেন। বেজোসের মন্তব্য কোম্পানির ওয়েবসাইটে দেয়া হয়েছে।

গত মাসে বাইডেন ২০১৯ সালে  ৯১টি 'ফরচুন ৫০০' কোম্পানি নিয়ে সমীক্ষার কথা উল্লেখ করে বলেছিলেন, ''বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলি কোনো কর দেয় না। যেমন অ্যামাজন এক পয়সাও ফেডারেল কর দেয় না। এটা উচিত নয়।''

তবে বাইডেনের তথ্য পুরোপুরি ঠিক নয়। ২০১৯-এর পর অ্যামাজনের লাভের পরিমাণ আরো বেড়েছে এবং তারা কিছু কর দিয়েছে। গত বছর তারা ১৭০ কোটি ডলার ফেডারেল কর হিসাবে দিয়েছে।

বেজোস বলেছেন, ''অ্যামেরিকার সমস্যা সমাধান করার জন্য কংগ্রেস ও প্রশাসন কী প্রস্তাব নিয়ে আসে, তার দিকে তাকিয়ে আছি। আমরা মনে করি, বিনিয়োগ দরকার।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, ডিপিএ)