1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মিস হিটলার’ হতে চাওয়া তরুণীর কারাদণ্ড

১০ জুন ২০২০

নিষিদ্ধ ঘোষিত চরম ডানপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকায় এক তরুণী ও তিন তরুণকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত৷ ২৪ বছর বয়সি তরুণী ‘মিস হিটলার' সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন৷

https://p.dw.com/p/3dYxe
ছবি: picture-alliance/empics/J. King

‘মিস বুশেনভাল্ড’ নামে ‘মিস হিটলার’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এক রেস্তোরাঁর ওয়েট্রেস অ্যালিস কার্টার৷ মঙ্গলবার তিনিসহ মোট চারজনের বিরুদ্ধে নিষিদ্ধ ডানপন্থি সংগঠন ন্যাশনাল অ্যাকশন (এনএ)-র সঙ্গে জড়িত থাকায় শাস্তি ঘোষণা করেছে বার্মিংহামের ক্রাউন কোর্ট৷

অ্যালিস কার্টারের তিন বছর, তার ২৫ বছর বয়সি সাবেক বয়ফ্রেন্ড মার্ক জোন্সের সাড়ে পাঁচ বছর এবং গ্যারি জ্যাক ও কনর স্কোদার্ন নামের অন্য দুজনকে যথাক্রমে চার বছর ও ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত৷ একই মামলায় গত বছর আরেক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷

‘মিস হিটলার’ প্রতিযোগিতা আয়োজনসহ অনেক ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডানপন্থি ভাবাদর্শ প্রচার করছিল ন্যাশনাল অ্যাকশন৷ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ২০১৬ সালে তাদের নিষিদ্ধ করা হয়৷

অ্যালিস কার্টারের সাবেক বয়ফ্রেন্ড মার্ক জোন্স তারপরও সংগঠনটির হয়ে কাজ করে যান৷ সাজা পাওয়া বাকি তিন তরুণও সংগঠনের সদস্য হিসেবে জোন্সকে সহায়তা করেছেন৷ তবে আদালত জানায়, ‘মিস বুশেনভাল্ড’ নামে ‘মিস হিটলার’ প্রতিযোগিতায় অংশ নেয়া অ্যালিস সদস্য না হলেও নিষিদ্ধ সংগঠনটির ‘বিশ্বস্ত অনুসারী’৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুশেনভাল্ডে অসংখ্য ইহুদিকে নির্যাতন করে হত্যা করা হয়

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি)

গতবছরের ৪ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান