ভারতে লকডাউনের সময় দু'সপ্তাহ বাড়ল
১১ এপ্রিল ২০২০ভিডিও কনফারেন্সে বাংলা, দিল্লি ও কর্নাটকসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মোদীর কাছে লকডাউনের সময় বাড়ানোর আবেদন করেন৷ সেই আহ্বানে সাড়া দিয়েই কেন্দ্রীয় সরকার লকডাউন সময় দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ ওড়িশা ও পাঞ্জাব অবশ্য আগেই লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল৷
এর আগে নতুন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার৷ সে সময় জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছিলেন, করোনার সঙ্গে লড়াই করতে হলে লকডাউনের বিকল্প নেই৷ হিসেব অনুযায়ী, ১৪ এপ্রিল লকডাউনের সময় শেষ হবার কথা৷ কিন্তু গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়েছে৷ এখন প্রায় সাড়ে সাত হাজার মানুষ কোভিড-১৯ আক্রান্ত৷
আগের নিয়ম অনুযায়ীই লকডাউনের সময় জরুরি পরিসেবা ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দোকান ছাড়া আর সবকিছু বন্ধ থাকার কথা রয়েছে৷ দেশের অভ্যন্তরীণ বিমান ও রেল বন্ধ রয়েছে৷ অতিপ্রয়োজনীয় দপ্তর ছাড়া বাকি সব প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে৷
এর বাইরে গোটা দেশজুড়ে কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে৷ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, হটস্পটের বসবাসকারীরা বাড়ির বাইরে বেরুতে পারবেন না৷ প্রয়োজনীয় পণ্য সরকার তাদের সরবরাহ করবে৷
এসজি/জেডএ