1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলায় গ্রেপ্তার ২ নেতা

১ আগস্ট ২০১৭

ভেনেজুয়েলায় এপ্রিল মাসের শুরু থেকে সরকারবিরোধী আন্দোলন চলছে৷ আন্দোলন প্রশমনে মঙ্গলবার স্থানীয় সময় মাঝরাতে গোয়েন্দা কর্মকর্তারা দু'জন বিরোধী নেতাকে বিছানা থেকে তুলে নিয়ে যান বলে জানা গেছে৷

https://p.dw.com/p/2hU0L
পোস্টারে লেওপোল্ডো লোপেজকে দেখা যাচ্ছেছবি: picture alliance/AP Photo/A. Cubillos

গ্রেপ্তার হওয়া দুই নেতা হলেন লেওপোল্ডো লোপেজ ও রাজধানী কারাকাসের মেয়র অ্যান্টোনিও লেডেজমা৷ তাঁরা দেশটির শীর্ষ বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক বলে পরিচিত৷ সংবিধান সংস্কারের লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিলেন লোপেজ ও লেডেজমা৷

লোপেজের স্ত্রী লিলিয়ান টিনটোরি তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও টুইটারে প্রকাশ করে লিখেছেন, ‘‘আমার বাসা থেকে লেওপোল্ডোকে ধরে নিয়ে যাওয়ার মুহূর্ত৷ আমরা মাথা নোয়াবো না৷’’

এদিকে, দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলির সাংসদ গ্যাবি আরেলানো কারাকাসের মেয়র লেডেজমাকে গ্রেপ্তারের ভিডিও টুইট করেছেন৷ সেই সময় লেডেজমাকে ঘুমের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে৷

এই দুই নেতার গ্রেপ্তার প্রসঙ্গে বিরোধী সাংসদ ফ্রেডি গুয়েভারা বলছেন, ‘‘আমাদের ভয় দেখাতে এবং আমাদের মনোবল ভেঙে দিতে এই গ্রেপ্তার৷’’

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন৷ এছাড়া শত শত মানুষ আহত ও আটক হয়েছেন৷

আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হয়ে তাঁকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো৷

তবে দেশটিতে যে চরম খাদ্য ও ওষুধের সংকট চলছে তার সমাধান করতে ব্যর্থ হয়েছেন তিনি৷ দেশটিতে অপরাধের পরিমাণও দিন দিন বেড়ে চলেছে৷

জেডএইচ/ডিজি (ইএফই, এএফপি, রয়টার্স)

আন্দোলন শুরুর সময়কার ঘটনাবলী নিয়ে ২০ এপ্রিলের এই ছবিঘরটি দেখতে পারেন...